Panchayat Poll 2023 Live : ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা
WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।
LIVE
Background
পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বেলাগাম সন্ত্রাস, ছাপ্পা। আজ ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর ৪জন জওয়ান। শনিবার ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।
পঞ্চায়েত ভোটে অশান্তির পর হঠাৎ দিল্লিতে রাজ্যপাল। সন্ত্রাস নিয়ে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে, খবর সূত্রের।
পঞ্চায়েত ভোটে সন্ত্রাস বিস্ফোরক ডেবরার তৃণমূল বিধায়ক।
পঞ্চায়েতে ভোট সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেসের সভাপতি খাড়গে।
যেখানে বাহিনী সেখানে মৃত্যু হয়নি। দু-এক জায়গায় শূন্যে গুলি, স্টান গ্রেনেড ব্যবহার। স্পর্শকাতর বুথের তালিকাই দেয়নি কমিশন। বিস্ফোরক অভিযোগ বিএসএফের ডিআইজির।
দিল্লির সঙ্গে মমতার সমঝোতা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বিজেপির প্রতিবাদ করা উচিত। বিস্ফোরক অধীর। বাহিনীকে বসিয়ে রেখে চা খাওয়ানো হয়েছে। দাবি দিলীপের।
দিনহাটায় মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে গিয়ে খুন ছেলে। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে, সিবিআই চায় পরিবার।
পঞ্চায়েতে নির্বাচনে লুঠ, ভোট দিতে না পারার অভিযোগে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় পরপর গাড়ি ভাঙচুর-আগুন বিরোধীদের।
ভোটে কারচুপি, স্ট্রং রুমে ব্যালট বাক্স না থাকার অভিযোগ। মালদার গাজোলে প্রার্থীদের নিয়ে স্ট্রং রুমের ধর্নায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তৃণমূল।
Panchayat Election LIVE Updates: হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা নিয়ে সরব চিরঞ্জিৎ
হুমায়ুন, সৌগতর পর এবার এবার ভোট হিংসা নিয়ে সরব চিরঞ্জিৎ। 'বাঙালি হিসেবে কে লজ্জিত নয়! সবাই লজ্জিত, আমিও লজ্জিত!' 'বিদেশে গিয়েও শুনতে হবে, ভাল লাগবে না শুনতে'। 'বাঙালির বদনাম হয়ে যাচ্ছে বহু বছর ধরে', মন্তব্য বারাসাতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর।
Panchayat Vote Updates LIVE: ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন
ভোট-হিংসা নিয়ে এবার সরব শিল্পী শুভাপ্রসন্ন। 'ভোটে এমন হিংসা দেশে কোথাও হয় না'। 'গণতন্ত্রের উৎসবে এত মৃত্যু! এই সংস্কৃতির বদল দরকার'। 'এত প্রাণ কেন কেন যাবে! এটা মনীষীদের পীঠস্থান'। 'এই বাংলায় পরিবর্তন দরকার'। 'আবার আমরা মিছিল করব, যেমন আগে নেমেছিলাম'।
Panchayat Election LIVE Updates: নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্ব কমিশনের: সৌগত রায়
'নির্বাচনে হিংসা না হলে ভালো হত, কেউ মারা না গেলে ভালো হত', 'পরিস্থিতি তো সবসময় নিয়ন্ত্রণে থাকে না', নির্বাচনে পরপর মৃত্যুর জেরে প্রতিক্রিয়া সৌগত রায়ের। যদিও নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্ব কমিশনের বলে স্মরণ করিয়েছেন তৃণমূল সাংসদ।
Panchayat Vote Updates LIVE: ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা
ভোট গণনার আগের রাতে দিনহাটায় স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা। স্ট্রংরুমে মুখোমুখি তৃণমূল-বিজেপি, বচসা-হাতাহাতি। জোর করে স্ট্রংরুমে ঢোকার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্ট্রংরুমে আগে ঢুকেছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির।
Panchayat Election LIVE Updates: বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিমের পাল্টা তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম!
বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিমের পাল্টা তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম! বাংলার ভোটে বেলাগাম সন্ত্রাস, আসছে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল। পাল্টা মণিপুরে 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' কমিটি। প্রতিনিধি দলে রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিংহ, রেখা বর্মা, রাজদীপ রায়। বাংলার সন্ত্রাস পরিস্থিতি খতিয়ে দেখে কমিটি রিপোর্ট দেবে জেপি নাড্ডাকে। ১৪ জুলাই মণিপুরে ৪ সদস্যের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম পাঠাচ্ছে তৃণমূল। মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ডেরেক, কল্যাণ, কাকলি, দোলা সেন।