Panchayat Poll 2023 Live : মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রার্থীদের বাড়ি হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চায়েত ভোটের আগে ৯ দিনে ৭ খুন কেন্দ্রীয় বাহিনীতে অনড়, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের পঞ্চায়েতের খবর এক নজরে ।

Background
'না ভাঙালে, জেলে ঢোকাও' : দলের শ্রীবৃদ্ধি ঘটাতে ইডি-সিবিআই ( ED CBI )ব্যবহার বিজেপির। মুকুল ( Mukul Roy - Suvendu Adhikari ) শুভেন্দুদের ভাঙানোর পর আমাকেও ভাঙানোর চেষ্টা, না হলে জেলে ঢোকাও। ধমকে চমকে লাভ নেই। হুঙ্কার অভিষেকের ( Abhishek Banerjee ) ।
৯ দিনে ৭ খুন : পঞ্চায়েত ভোটের আগে ফের খুন। বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খুনের নেপথ্যে বিধায়ক উদয়ন গুহর হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দাবি, রাজনীতি নয়, খুনের নেপথ্যে মহিলা সংক্রান্ত গন্ডগোল থাকতে পারে। অস্বীকার করেছে পরিবার।
কেন্দ্রীয় বাহিনীতে অনড় : কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। রাজ্য ও কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছেন DA-আন্দোলনকারীরা। ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের।
বাহিনী চাওয়া নিয়ে তরজা : ডিএ আন্দোলনকারীদের দাবিকে সমর্থন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। আশঙ্কার যৌক্তিকতা আছে, প্রতিক্রিয়া বিকাশরঞ্জনের। ডিএ আন্দোলনকারীদের বাহিনীর দাবিতে একমত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আগে চাকরি ছেড়ে, পরে দাবি জানাক আন্দোলনকারীরা। পাল্টা বক্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের।
ট্রেনিংয়েও 'বাহিনী' বিক্ষোভ : ভোট কর্মীদের ট্রেনিংয়েও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ডেপুটেশন। প্রত্যেক ট্রেনিংয়ের দিন এভাবেই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তাঁরা। ভোটের আগের দিন সরঞ্জাম নিয়ে বুথে যাওয়ার সময় বাহিনী না থাকলে বুথে যাবেন না বলেও জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
'২১-এর চেয়েও ভাল ফল' : গতবারের বিধানসভা ভোটের চেয়েও এবারে বেশি ভোট পাবে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের পর ২৪ এর লোকসভাতেও তৃণমূলের দুর্দান্ত ফল হবে বলে আত্মবিশ্বাসী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মনোনয়ন অভিযোগে পাল্টা : ডায়মন্ড হারবারে বিরোধীদের মনোনয়ন না দিতে পারার অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন অভিষেক। ১০০ শতাংশ মনোনয়ন জমা দিতে পেরেছে বিরোধীরা, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সন্ত্রাস-অভিযোগে পিস রুম : এবার সরাসরি রাজভবনেই জানানো যাবে সন্ত্রাসের অভিযোগ। পাবলিক পিস রুম খুললেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, অভিযোগ পাঠানো হচ্ছে মুখ্য় সচিব ও কমিশনের কাছে। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন, আক্রমণে তৃণমূল। এই সরকার কারোর নির্দেশ মানে না কোর্টকেও মানে না, কটাক্ষ বিজেপির।
রাজ্যকে তোপ : পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে তৃণমূলকে তোপ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির। শুধুমাত্র বিজেপিকেই আক্রমণ করা হচ্ছে তা নয়, বাংলার মানুষের কন্ঠও রোধ করা হচ্ছে বলে মন্তব্য মীনাক্ষী লেখির।
WB Panchayat Poll 2023 : পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে
পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিছোল বিএ, বিএসসি অনার্স ও জেনারেলের পরীক্ষা ।২৭ জুনের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই। 'ভোটের কাজে ব্যবহৃত হচ্ছে কলেজ, তাই পিছোচ্ছে প্রায় ৭২ হাজার পড়ুয়ার পরীক্ষা', জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Panchayat Poll 2023 : পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে হিংসা নিয়ে কড়া বার্তা রাজ্যপালের
'রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা, আমি সংবিধান মেনেই কাজ করছি। রাজ্যের মানুষের স্বার্থেই আমি কাজ করব। রাজ্যের মানুষ শান্তিতে থাকলেই আর শান্তিকক্ষের প্রয়োজন হবে না।' পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই বেলাগাম হিংসা নিয়ে কড়া বার্তা রাজ্যপালের।





















