PM Modi on Mamata Banerjee Win : দিদিকে শুভেচ্ছা মোদির, রাজ্য সরকারের পাশে থাকার অঙ্গীকার
মানুষের প্রত্যাশা পূরণে ও করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা জারি রাখবে।
নয়াদিল্লি : 'পশ্চিমবঙ্গে জয়ের জন্য মমতা দিদি ও তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা। মানুষের প্রত্যাশা পূরণে ও করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা জারি রাখবে।' এই ভাষাতেই তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা জানিয়ে ট্যুইট করেন নরেন্দ্র মোদি।
তিনি আরও একটি ট্যুইট করে লেখেন, 'কার্যত নগণ্য উপস্থিতির একটি দলকে যেভাবে উল্লেখযোগ্যভাবে উপস্থিতি জানাত দিতে সাহায্য করার জন্য বাংলার সমস্ত ভাই-বোনদের ধন্যবাদ জানাতে চাইব। বিজেপি মানুষের হয়ে কাজ করা জারি রাখবে। দলের সমস্ত কার্যকর্তা যেভাবে লড়াই করেছেন, তাদের সকলকে অভিনন্দন জানাতে চাইব।'
এদিকে, দুশোর বেশি আসন পেয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের মসনদে বসার পরই দেশের একাধিক নেতা তাঁকে ও তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানান।
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লিখেছেন, অনেক শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত কঠিন লড়াই ছিল। পশ্চিমবঙ্গবাসীকেও আমার শুভেচ্ছা রইল।
মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও। তিনি লিখেছেন, শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়। অভাবনীয় জয়। মানুষের জন্য আপনি যেভাবে কাজ করছেন সেটাই আগামীদিনে বজায় থাকুক। একইসঙ্গে মহামারীর মোকাবিলাও করুন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে ট্যুইট মেহবুবা মুফতির। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির লেখেন, বিভেদকামী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষকে কুর্নিশ।
বাংলার মমতাময়ী জনতাকে কোটি কোটি শুভেচ্ছা। দেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এই অবস্থায় মমতার ওপরেই ভরসা রাখলেন বাংলার মানুষ। এই জয় দৃঢ় ও কৌশলী নেতৃত্বের জয়’, ট্যুইটে শুভেচ্ছা তেজস্বী যাদবের।
শুভেচ্ছা জানান বিজেপি নেতা রাজনাথ সিংহও। বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ৷ তিনি লেখেন, ‘‘বাংলা জয়ের জন্য দিদিকে অভিনন্দন, মুখ্যমন্ত্রী পদে পরবর্তী মেয়াদের জন্য শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷’’ প্রসঙ্গত রাজ্যে এসে তৃণমূল সরকারকে তুলোধনা করে বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য প্রচার করা গেরুয়া শিবিরের কেন্দ্রীয় স্তরের নেতাদের মধ্যে ছিলেন রাজনাথ সিংহ।