PM Modi in Bengal: রেল থেকে তেল! বাংলায় ঢালাও প্রকল্প মোদির, লক্ষ্য ভোট?
PM Modi in Arambagh:মোদির মুখে উঠে এসেছে কলকাতা বন্দরের প্রসঙ্গও। বাংলার জন্য় রেলে বিপুল বরাদ্দ হয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি।
আরামবাগ, হুগলি: লোকসভা ভোটের আগে বাংলা সফরে নরেন্দ্র মোদি। আর সফরের শুরুতেই বাংলাকে ঢালাও উপহার নরেন্দ্র মোদির। বাংলার রেলকে গুরুত্ব দিয়ে বিপুল অঙ্কের প্রকল্পের (Project for West Bengal) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM Modi West Bengal Visit)। বাংলার রেল নিয়ে তিনি যে ভাবছেন তা স্পষ্ট মোদির বক্তব্য়েই।
এদিন আরামবাগে (modi in arambagh) সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Bengal) বলেন, 'আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ৭ হাজার কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে। আমরা চাইছি এইরাজ্যে রেলের আধুনিকীকরণ করতে। এর ফলে রেল পরিবহণ আরও উন্নত হবে। দেশে উন্নয়নে গতি আনাই আমাদের লক্ষ্য।' মোদির মুখে উঠে এসেছে কলকাতা বন্দরের প্রসঙ্গও। বাংলার জন্য় রেলে বিপুল বরাদ্দ হয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'ভারত সরকার এবছর এই রাজ্যে রেলের বিকাশের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।'
পাশাপাশি রাজ্যে রেল প্রকল্প না এগনো নিয়েও উষ্মা প্রকাশ করে মোদি ( PM Modi Bengal Visit) বলেন, 'গত ১০ বছর ধরে বাংলায় বহু রেল প্রকল্পের কাজ এগোয়নি'। বাংলায় রেলের কাজ নিয়ে রাজ্যের সঙ্গে একাধিক জায়গায় জমি জট রয়েছে। সেই কারণেই একাধিক প্রকল্প থমকে রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই আবহেই এমন বক্তব্য়?
আরামবাগের সভা থেকে তোপ:
প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আয়ুষ্মান ভারত, কেন্দ্রীয় জল জীবন মিশন---একাধিক প্রকল্পের নাম করে এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদি। তাঁর দাবি, কেন্দ্র টাকা পাঠালেও গরিব মানুষের কাছে তার সুবিধা পৌঁছে দিতে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বাংলার শাসকদল। এই প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব হয়েছে তৃণমূল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'এই সরকার কেন্দ্রীয় এজেন্সিকেও আটকাতে চায়। এই মুখ্য়মন্ত্রী দুর্নীতিপরায়ণদের বাঁচাতে গিয়ে ধর্নায় বসে যান। কেন্দ্রীয় যোজনা থেকেও ওদের লুঠ করার সুবিধা থাকে
তাই মোদিকে TMC নিজের ১ নম্বর শত্রু ভাবে।'
কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর অফিসে ধর্না, দিল্লিতে রাজঘাট থেকে রাজভবনের সামনে কর্মসূচি...নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য়ের শাসক দল। এবার এই ইস্য়ুতেই পাল্টা তৃণমূল সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। এদিন তাঁর তোপ, 'টিএমসি সরকার গরিবের ঘর পর্যন্ত হতে দিচ্ছে না। গোটা দেশে মোদি ৪ কোটির বেশি গরিব পরিবারকে বাড়ি তৈরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের গরিব পরিবারের জন্যও আমরা ৪৫ লক্ষ বাড়ি তৈরিতে স্বীকৃতি দিয়েছি। ৪২ হাজার কোটি টাকা রিলিজও করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার দ্রুততার সঙ্গে সেই কাজ করছে না। কাজ আটকে দিচ্ছে।'
আরও পড়ুন: 'লুঠেরা'দের হুঁশিয়ারি মোদির! সঙ্গে কী 'গ্যারান্টি' দিলেন?