Panchayat Election 2023: পঞ্চায়েতের টিকিট বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল বিধায়কের
পঞ্চায়েতের টিকিট নিয়ে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন একের পর এক তৃণমূল বিধায়ক। এই আবহেই এবার পঞ্চায়েতে টিকিট বন্টন নিয়ে উষ্মা প্রকাশ করলেন মেমারির তৃণমূল বিধায়ক মধূসুদন ভট্টাচার্য।
উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, তুহিন অধিকারী, পূর্ব বর্ধমান: যাঁরা দলের জন্য় কাজ করেছেন। যাঁরা দল করতে গিয়ে জেলে গেছেন। তাঁরা পঞ্চায়েতে টিকিট পেলেন না। তৃণমূলে বিদ্রোহের আবহেই এবার পঞ্চায়েতের টিকিট বন্টন নিয়ে উষ্মা প্রকাশ করলেন মেমারির তৃণমূল (TMC) বিধায়ক মধূসুদন ভট্টাচার্য। যা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রথমে ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim)। তারপর একে একে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। পঞ্চায়েতের টিকিট নিয়ে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন একের পর এক তৃণমূল বিধায়ক। এই আবহেই এবার পঞ্চায়েতে টিকিট বন্টন নিয়ে উষ্মা প্রকাশ করলেন মেমারির তৃণমূল বিধায়ক মধূসুদন ভট্টাচার্য।
মেমারির তৃণমূল বিধায়ক মধূসুদন ভট্টাচার্যের কথায়, দলের সিদ্ধান্তই শেষ কথা। তবে অন্য়ায়ভাবে টিকিট বন্টন করা হয়েছে। যাঁরা দলের জন্য় কাজ করেছেন। যাঁরা দল করতে গিয়ে জেলে গেছেন। তাঁরা পঞ্চায়েতে টিকিট পেলেন না।
তৃণমূল সূত্রে দাবি, মধূসুদন ভট্টাচার্যের বিধায়ক কোটায় প্রাথমিকভাবে কোনও টিকিটই ছিল না। যা নিয়ে পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেন মেমারির তৃণমূল বিধায়ক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তাঁর বিধায়ক কোটায় কিছু টিকিট দেওয়া হয় তারপরও বিধায়কের এই মন্তব্য় বেশ তাৎপর্যপূর্ণ।
টিকিট নিয়ে উষ্মা প্রকাশ মেমারির তৃণমূল বিধায়কের তৃণমূলকে কটাক্ষ বিজেপির একদিকে, নির্দল কাঁটা। অন্য়দিকে, টিকিট নিয়ে বিদ্রোহের সুর। পঞ্চায়েত ভোটের আগে জোড়া অস্বস্তিতে তৃণমূল।
তৃণমূলে হুমায়ুন অস্বস্তি: অন্যদিকে তৃণমূলে অস্বস্তি বাড়াচ্ছে হুমায়ুন। বহরমপুরের টেক্সটাইল মোড়ের সভা বাতিল করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডোমকলের রোড শোতে উপস্থিত থাকলেন হুমায়ুন কবীর। কিন্তু, নিজের দাবি থেকে এখনই যে সরছেন না, তা এদিনও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এনিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বর্ষার আকাশের মুড যেমন বোঝা দায়। পঞ্চায়েত ভোটমুখী, মুর্শিদাবাদের রাজনীতির আকাশও যেন অনেকটা সেরকম। সেখানে তৃণমূলের হুমায়ুন-অস্বস্তি যেন কেটেও পুরোপুরি কাটছে না! অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে কথা বলার পর, বহরমপুরের টেক্সটাইল মোড়ের সভা বাতিল করে.. .অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডোমকলের রোড শোয়ে উপস্থিত থাকলেন বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তবে, নিজের দাবি থেকে যে তিনি এখনই সরছেন না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের হুমায়ুন।
আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন