উত্তপ্ত সন্দেশখালি, হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কী আবেদন?
Rekha Patra News : হাইকোর্টের কাছে রেখা জানতে চেয়েছেন, তাঁর বিরুদ্ধে কোথায়, ক’টি মামলা দায়ের হয়েছে।
সৌভিক মজুমদার, সমীরণ পাল, কলকাতা : ফের উত্তপ্ত সন্দেশখালি। পুলিশি অত্যাচারের ভয়ে ত্রস্ত গ্রাম। রাত জাগছে মহিলাবাহিনী। এরই মধ্যে সন্দেশখালি পৌঁছে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন রেখা। এদিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
রেখার কী আবেদন
হাইকোর্টের কাছে রেখা জানতে চেয়েছেন, তাঁর বিরুদ্ধে কোথায়, ক’টি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার আর্জি জানিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। আগামী ১ জুন বসিরহাটে নির্বাচন। সেখানে বিজেপির প্রার্থী তিনি।
হাইকোর্টের দ্বারস্থ পিয়ালিও
হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাসও। তাঁর বিরুদ্ধে FIR খারিজের আবেদন জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দুটি মামলারই শুনানির সম্ভাবনা রয়েছে। জোর করে অভিযোগের মামলায়, জামিন নিয়ে গিয়ে, জেলে যেতে হয় সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে। তাঁর আইনজীবীর অভিযোগ, প্রথমে জামিন যোগ্য় ধারা থাকলেও, শেষ মুহূর্তে মাম্পির বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য় ধারা দেয়।
এদিকে, একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কের আবহে, রবিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। ভুয়ো ভিডিও বানানোর অভিযোগে,
তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূলের সন্দেশখালি নির্বাচনী কমিটির আহ্বায়ক ও স্থানীয় নেতা দিলীপ মল্লিককে হেনস্থা ও তৃণমূল কর্মী তাতান গায়েনকে মারধর করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই ঘটনায়, আরও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে রবিবারের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। বিজেপি কর্মী গীতা বর-সহ ধৃতদের বিরুদ্ধে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূলের সন্দেশখালি নির্বাচনী কমিটির আহ্বায়ক ও স্থানীয় নেতা দিলীপ মল্লিককে হেনস্থা ও তৃণমূল কর্মী তাতান গায়েনকে মারধরের অভিযোগ রয়েছে।
এদিকে সন্দেশখালির বাগদিপাড়া গ্রাম কার্যত পুরুষ শূন্য। রাতে গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গ্রামের মহিলাদের অভিযোগ, রাতবিরেতে গ্রামে হানা দিচ্ছে পুলিশ। ঢুকে পড়ছে বাড়িতে। সোমবার তুলে নিয়ে যাওয়া হয় দুই বিজেপি কর্মী জুলফিকর মোল্লা ও সুশান্ত মণ্ডলকে। রাত হলেই তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে এসে ভয় দেখাচ্ছে, দেওয়া হচ্ছে খুনের হুমকি। তল্লাশির নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগদিপাড়ার বাসিন্দাদের অভিযোগ।
আরও পড়ুন :