Panchayat Top 5 News: একদফাতেই পঞ্চায়েত নির্বাচন, কেন্দ্রকে চিঠি কমিশনের, ভোট-সন্ত্রাসের বলি ছাত্র
WB Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে সেরা ৫ শিরোনাম দেখে নিন।
হিংসার বলি স্কুল পড়ুয়া:
এবার পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের বলি এক স্কুল পড়ুয়া। দেগঙ্গার সোহাই শ্বেতপুরের গাঙাটি গ্রামে মিছিল-ফেরত তৃণমূল কর্মী, সমর্থকদের ওপর বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ ও সিপিএম সমর্থিত নির্দলদের বিরুদ্ধে। বোমার আঘাতে মৃত্যু হল ১৭ বছরের তৃণমূল সমর্থক ইমরান হাসানের। মৃত কিশোর একাদশ শ্রেণির পড়ুয়া। উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে, গাড়ি ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, গত কয়েকদিন ধরেই এলাকা অশান্ত করে তুলেছে আইএসএফ কর্মীরা। তার জেরেই এই ঘটনা।বোমা-গুলির রাজনীতিতে বিশ্বাসী নই, নিজেদের গন্ডগোল আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে তৃণমূল, পাল্টা দাবি আইএসএফ-সিপিএমের।
অধীর চৌধুরীর আবেদন খারিজ:
দফা বাড়ছে না পঞ্চায়েত ভোটে, একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে দফা বাড়াতে অধীর চৌধুরীর আবেদন খারিজ।' এখন পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।তাই দফা বাড়ানোর আবেদন এখন গুরুত্বহীন।শৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত।তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।'অধীর চৌধুরীর দায়ের করা মামলায় জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
কেন্দ্রকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন:
পঞ্চায়েত ভোটের ৪ দিন আগে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। কোন জেলায় কত ফোর্স থাকবে, তার হিসেব পাঠানো হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। এই দুই জেলাতেই থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া, উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একমাত্র কালিম্পঙে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় আধা সেনা ছাড়াও থাকছে ২০টি রাজ্যের পুলিশ।
ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে:
পঞ্চায়েত ভোটের তিনদিন আগে ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে।মুর্শিদাবাদের বেলডাঙার শক্তিপুরে।বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত ২।আহত অবস্থায় পালাতে গেলে ২ দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা।আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
ফের তাণ্ডব চালানোর অভিযোগ:
পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়জুড়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি সমর্থিত নির্দল প্রার্থী নুরজাহান বিবির বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। নির্দল প্রার্থীকে কোপানোর পাশাপাশি, তাঁর আত্মীয়দের মারধর করা হয় বলে অভিযোগ। অন্য়দিকে, রাতে ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথুপুর গ্রামে আইএসএফ প্রার্থী ভারতী মণ্ডল ও তাঁর পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে কাশীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার দাবি, আইএসএফ কর্মীরাই অশান্তি করছে। ছিঁড়ে দেওয়া হচ্ছে তৃণমূলের পতাকা। তাঁদের কর্মীদের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে সওকতের দাবি। অভিযোগ অস্বীকার আইএসএফের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?