WB Election 2021: হাওড়ায় মমতার র্যালির মধ্যে ঢুকে গেল ষাঁড়, হুলুস্থুল
সালকিয়ায় র্যালি শেষের কিছু আগে হঠাৎ যাত্রাপথে ষাঁড় ঢুকে পড়ায় বিশৃঙ্খলা।
কলকাতা: মোদি বনাম মমতা নয়। শনিবার বিকেলে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিল একটি ষাঁড়। ঢুকে পড়ল রো শো-র ভেতর। কার রোড শো জানেন? স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের!
শনিবার বিকেলে হাওড়ায় মমতার র্যালির মধ্যেই হঠাৎ ঢুকে পড়ল ষাঁড়। মমতার র্যালিতে কিছুক্ষণের জন্য তৈরি হল তুমুল বিশৃঙ্খলা। সালকিয়ায় র্যালি শেষের কিছু আগে হঠাৎ যাত্রাপথে ষাঁড় ঢুকে পড়ায় বিশৃঙ্খলা। হাওড়া মধ্য এবং শিবপুরের তৃণমূল প্রার্থীর সমর্থনে হুইলচেয়ারেই মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি করছিলেন। কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত তৃণমূলনেত্রীর র্যালি হয়। আর তার মাঝেই হুলুস্থুল হল ষাঁড় ঢুকে পড়ায়। বড় বিপত্তির আগেই অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ।
শনিবার বিকেলের দৃশ্য দেখে অনেকের মনে পড়ে যাচ্ছে অবিস্মরণীয় সিনেমা 'যমালয়ে জীবন্ত মানুষ'। যমরাজকে শায়েস্তা করতে ভোলা নামক ষাঁড়কে লেলিয়ে দিয়েছিলেন ছবির নায়ক ভানু বন্দ্যোপাধ্যায় ওরফে সিধু। নরকে তখন রীতিমতো হুলুস্থুল। প্রাণ বাঁচাতে দৌড়চ্ছে গোটা যমালয়। বাংলা সিনেমার ইতিহাসে কিংবদন্তি হয়ে রয়েছে ওই দৃশ্য।
হাওড়ায় মমতার র্যালিতেও কার্যত একইরকম ছবি। পুলিশকেও নাজেহাল হতে হল। ষাঁড় বাবাজি সিং নেড়ে তেড়ে গেল সকলের দিকে। যেন যাকে পাবি তাকে ছোঁ খেলা চলছে। লোকজন সকলে যে যার মতো দৌড়চ্ছে। বলা হয়, লাল রং দেখলে নাকি আরও ক্ষেপে যায় ষাঁড়। সালকিয়ায় দেখা গেল, লাল জামা পরেই কয়েকজন ষাঁড়টিকে ভাগানোর চেষ্টা করছেন। তাতে হীতে হল বিপরীত। সিং উঁচিয়ে তেড়ে গেল ষাঁড়টি। শেষ পর্যন্ত বহু কষ্টে তাকে বাগে আনা গেল। যেন স্বস্তি ফিরল র্যালিতে।
দেবশ্রী রায়কে টিকিট না দেওয়া নিয়ে এদিন মমতার মন্তব্যে রাজনৈতিক মহলে জলঘোলা চলছে। প্রার্থী তালিকায় একাধিক তারকার নাম থাকলেও, দু’বারের অভিনেত্রী বিধায়ককে এবার রায়দিঘি থেকে টিকিট দেননি তৃণমূলনেত্রী। কিন্তু কেন? এবিষয়ে এতদিন কিছু না বললেও রায়দিঘির ভোটের মুখে শনিবার দেবশ্রী রায়কে প্রার্থী না করা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়দিঘিতে ভোটের প্রচার সভায় তৃণমূল নেত্রী বললেন, 'এই এলাকায় আগে দেবশ্রী রায় আমাদের বিধায়ক ছিল। কিন্তু, মানুষের ক্ষোভ ছিল তাই তাঁকে প্রার্থী করিনি। এক্ষেত্রে মানুষের দাবিকে গুরুত্ব দিয়েছি।'