Oath Taking Ceremony: কাল রাজভবনে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ, তালিকায় অখিল গিরিও
আগামীকাল রাজভবনে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ। প্রথমবার মমতা-মন্ত্রিসভায় রামনগরের বিধায়ক অখিল গিরি।
কলকাতা: আগামীকাল রাজভবনে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ। পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে শপথ নেবেন ৪৩ জন। প্রথমবার মমতা-মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। অসুস্থ থাকায় অমিত মিত্র ও করোনা আক্রান্ত হওয়ায় ব্রাত্য বসু ভার্চুয়ালি শপথ নেবেন। সোমবার ফের মন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথও নেবেন শপথ।
উল্লেখ্য, গত বুধবারই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। শপথগ্রহণ অনুষ্ঠানের পর মন্ত্রিসভার বৈঠকে হবে দফতর বন্টন। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার ভিত্তিতে ৪৪ জন মন্ত্রী শপথ নিতে পারবেন। সেই ভিত্তিতেই শপথ নিতে চলা ৪৩ জন মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন।
এবারের মন্ত্রীসভায় আসছেন মানস ভুঁইঞা, রত্না দে নাগ। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথরা ফের মত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এছাড়া প্রথমবার ভোটে জিতেই মন্ত্রিসভায় মনোজ তিওয়ারি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শিউলি সাহা, বীরবাহা হাঁসদা। পূর্ণ মন্ত্রী হিসেবে কাল সুব্রত সাহা, পুলক রায়ের শপথ। এছাড়া মমতা-মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন বাম আমলের মন্ত্রী পরেশ অধিকারী। প্রথমবার মন্ত্রী হচ্ছেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ।
একঝলকে তৃণমূলের মন্ত্রীসভা-
ক্যাবিনেট মন্ত্রী-
১) সুব্রত মুখোপাধ্যায়
২) পার্থ চট্টোপাধ্যায়
৩) অমিত মিত্র
৪) সাধন পান্ডে
৫) জ্যোতিপ্রিয় মল্লিক
৬) বঙ্কিমচন্দ্র হাজরা
৭) মানস ভুঁইয়া
৮) সৌমেন মহাপাত্র
৯) মলয় ঘটক
১০) অরূপ বিশ্বাস
১১) উজ্জ্বল বিশ্বাস
১২) অরূপ রায়
১৩) রথীন ঘোষ
১৪) ফিরহাদ হাকিম
১৫) চন্দ্রনাথ সিনহা
১৬) শোভনদেব চট্টোপাধ্যায়
১৭) ব্রাত্য বসু
১৮) পুলক রায়
১৯) শশী পাঁজা
২০) মহম্মদ গুলাম রব্বানি
২১) বিপ্লব মিত্র
২২) জাভেদ খান
২৩) স্বপন দেবনাথ
২৪) সিদ্দিকুল্লা চৌধুরী
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)-
২৫)বেচারাম মান্না
২৬) সুব্রত সাহা
২৭) হুমায়ন কবীর
২৮) অখিল গিরি
২৯) চন্দ্রিমা ভট্টাচার্য
৩০) রত্না দে নাগ
৩১) সন্ধ্যারাণী টুডু
৩২) বুলু চিক বারিক
৩৩) সুজিত বসু
৩৪) ইন্দ্রনীল সেন
প্রতিমন্ত্রী-
৩৫) দিলীপ মন্ডল
৩৬) আখরুজ্জামান
৩৭) শিউলি সাহা
৩৮) শ্রীকান্ত মাহাতো
৩৯) ইয়াসমিন সাবিনা
৪০) বীরবাহা হাঁসদা
৪১) জোৎস্না মান্ডি
৪২) পরেশ চন্দ্র অধিকারী
৪৩) মনোজ তিওয়ারি