WB News : ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলে, উত্তরবঙ্গ থেকে চালু হচ্ছে একাধিক নতুন ট্রেন
ABP Ananda LIVE : ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলে, উত্তরবঙ্গ থেক চালু হচ্ছে একাধিক নতুন ট্রেন। একাধিক স্টেশনে চালু হচ্ছে মেল-এক্সপ্রেসের নতুন স্টপেজ। হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত, পশ্চিমবঙ্গ পাচ্ছে ৮টি অমৃত ভারত।শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত চালু হচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস।
আরও খবর...
SIR শুনানি চলাকালীন, এবার CAA-তে আবেদনের ৪ মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক বাসিন্দা
SIR শুনানি চলাকালীন, এবার CAA-তে আবেদনের ৪ মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক বাসিন্দা। ২০২৪ সালের অক্টোবর মাসে, নিজের পাশাপাশি মা-ভাই ও স্ত্রীর জন্য নাগরিকত্বের আবেদন করেছিলেন সবুজ দাস(৩৭)। তাঁর দাবি, গত শুক্রবার, নাগরিকত্ব শংসাপত্র সংক্রান্ত একটি ইমেল পান তিনি। পরদিনই অনলাইনে সার্টিফিকেটের কপিও সংগ্রহ করেন। তাঁর দাবি, SIR ফর্ম ত্রুটি থাকায় SIR শুনানিতে ডাক পড়ে তাঁর। শুনানিকেন্দ্রেও গেছিলেন তিনি। এই আবহে নাগরিকত্বের শংসাপত্র পেয়ে বেশ খানিকটা স্বস্তিতে রয়েছেন তিনি। একদিকে, নাগরিকত্ব প্রদানের কৃতিত্ব দাবি করেছে বিজেপি। অন্যদিকে, এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে অবগত ছিল না বলে জানিয়েছে তৃণমূল।


















