WB Election 2021: ব্যাট হাতে ভোট ময়দানে তৃণমূল প্রার্থী
গতকাল রবিবার সন্ধেয় ক্রিকেট খেলার ফাঁকে দর্শকদের মধ্যে রাজ্য সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ডও বিলি করেন তৃণমূল প্রার্থী। বিজেপির কটাক্ষ, প্রার্থী তালিকা ঘোষণার আগে ফুটবল খেলেছিলেন, নাম ঘোষণার পর ক্রিকেট খেলছেন, এরপর ভোটের ফল ঘোষণা হলে বাড়িতে বসে লুডো খেলবেন তৃণমূল প্রার্থী।
![WB Election 2021: ব্যাট হাতে ভোট ময়দানে তৃণমূল প্রার্থী WB Election 2021: Trinamool candidate started campaign with cricket bat WB Election 2021: ব্যাট হাতে ভোট ময়দানে তৃণমূল প্রার্থী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/08/35c7ad4c7dc2a9ba609d53cd34ec294f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: খেলা হবে স্লোগানে সরগরম ভোটের ময়দান। এরই মাঝে প্রচারে বেরিয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন সোনারপুর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম। তিনি এই কেন্দ্রের টানা ২ বারের বিধায়ক। এবারও দল তাঁকেই প্রার্থী করেছে। তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগমকে কটাক্ষ করেছে বিজেপি।
গতকাল রবিবার সন্ধেয় ক্রিকেট খেলার ফাঁকে দর্শকদের মধ্যে রাজ্য সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ডও বিলি করেন তৃণমূল প্রার্থী। বিজেপির কটাক্ষ, প্রার্থী তালিকা ঘোষণার আগে ফুটবল খেলেছিলেন, নাম ঘোষণার পর ক্রিকেট খেলছেন, এরপর ভোটের ফল ঘোষণা হলে বাড়িতে বসে লুডো খেলবেন তৃণমূল প্রার্থী। চতুর্থ দফায় ১০ এপ্রিল সোনারপুর উত্তর কেন্দ্রে ভোটগ্রহণ।
উল্লেখ্য, গত শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সংশ্লিষ্ট কেন্দ্রে বিজেপি অথবা সংযুক্ত মোর্চা প্রার্থী ঘোষণা করেনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)