PANCHAYAT ELECTION 2023 :পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনে প্রতীকী তালা শুভেন্দু অধিকারীর
WB PANCHAYAT POLL : আজ পঞ্চায়েত ভোট, ভোট সংক্রান্ত সব খবরের আপডেট এই লিঙ্কে ।
LIVE
Background
কলকাতা : আজ পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। পঞ্চায়েত ভোটের (WB Panchayat Poll 2023) জন্য় লেহ্ থেকে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ফর্মুলা মেনেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।
স্পর্শকাতর বুথগুলিকে অগ্রাধিকার। স্ট্রং রুমে মোতায়েন ১ কোম্পানি বাহিনী। সবচেয়ে বেশি ৪৫ কোম্পানি বাহিনী (central armed force) মোতায়েন মুর্শিদাবাদে। উত্তর ২৪ পরগনায় মোতায়েন ৩৫ কোম্পানি। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্য়দিকে, ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলেছে সংগ্রামী যৌথ মঞ্চও। সব জেলাকে কয়েকটি জোনে ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
স্পর্শকাতর বুথের তালিকা
মোট বুথ ৬১ হাজার ৬৩৬
স্পর্শকাতর বুথ ৪ হাজার ৮৩৪ (৮%)
ভোট হচ্ছে না ১ হাজার ৪৩ বুথে
ভোটগ্রহণ হবে ৬০ হাজার ৫৯৩ বুথে
আলিপুরদুয়ারে ১,২১২ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২
বাঁকুড়ায় ৩,১০০ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ১১৬
বীরভূমে ২,৭৬৮ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২২৮
কোচবিহারে ২,৩৮৫ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ৩১৭
মুর্শিদাবাদে ৫,৪৩৮ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ৫৪১
উত্তর ২৪ পরগনায় ৪,৫৩২ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২৫৮
দক্ষিণ ২৪ পরগনায় ৬,২২৬ বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ২৫৮
WB News Live :শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু
শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তালা লাগিয়ে প্রতিবাদ শুভেন্দুর। কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাব, হুঁশিয়ারি শুভেন্দুর
WB News Live Update :ভোটে অবাধে সন্ত্রাস, আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন ভোটকর্মী। মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর বুথে ভোটে ব্যাপক বোমাবাজি
ভোটে অবাধে সন্ত্রাস, আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন ভোটকর্মী। মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর বুথে ভোটে ব্যাপক বোমাবাজি। বুথে ব্যাপক বোমাবাজি, পুলিশের উপরেও আক্রমণ। ভোটকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এল পুলিশ
WB News Live :উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জেও দেদার ছাপ্পা। পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জেও দেদার ছাপ্পা। পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার শাসক দলের
WB News Live Update :কাঁকসায় পুড়ে ছাই তৃণমূল নেতার গাড়ি। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। খারিজ সিপিএমের
কাঁকসায় পুড়ে ছাই তৃণমূল নেতার গাড়ি। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। খারিজ সিপিএমের।
WB News Live :মালদার কালিয়াচকে ছাপ্পা ভোটের অভিযোগ। বুথের ভিতরই কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ
মালদার কালিয়াচকে ছাপ্পা ভোটের অভিযোগ। বুথের ভিতরই কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসক দলের।