PANCHAYAT ELECTION 2023 :পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস, প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনে প্রতীকী তালা শুভেন্দু অধিকারীর
WB PANCHAYAT POLL : আজ পঞ্চায়েত ভোট, ভোট সংক্রান্ত সব খবরের আপডেট এই লিঙ্কে ।
LIVE

Background
WB News Live :শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু
শুধু ভোটের দিনই ১৩জনের মৃত্যু, কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তালা লাগিয়ে প্রতিবাদ শুভেন্দুর। কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাব, হুঁশিয়ারি শুভেন্দুর
WB News Live Update :ভোটে অবাধে সন্ত্রাস, আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন ভোটকর্মী। মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর বুথে ভোটে ব্যাপক বোমাবাজি
ভোটে অবাধে সন্ত্রাস, আতঙ্কে কান্নায় ভেঙে পড়লেন ভোটকর্মী। মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর বুথে ভোটে ব্যাপক বোমাবাজি। বুথে ব্যাপক বোমাবাজি, পুলিশের উপরেও আক্রমণ। ভোটকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এল পুলিশ
WB News Live :উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জেও দেদার ছাপ্পা। পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জেও দেদার ছাপ্পা। পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার শাসক দলের
WB News Live Update :কাঁকসায় পুড়ে ছাই তৃণমূল নেতার গাড়ি। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। খারিজ সিপিএমের
কাঁকসায় পুড়ে ছাই তৃণমূল নেতার গাড়ি। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। খারিজ সিপিএমের।
WB News Live :মালদার কালিয়াচকে ছাপ্পা ভোটের অভিযোগ। বুথের ভিতরই কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ
মালদার কালিয়াচকে ছাপ্পা ভোটের অভিযোগ। বুথের ভিতরই কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসক দলের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
