WB Election 2021 Voting LIVE: অন্য কোনও আসনে লড়বেন না মমতা, জানাল তৃণমূল
Assam, West Bengal Election 2021, Second Phase Voting Percentage LIVE Updates:রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোটগ্রহণ।

Background
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোটগ্রহণ।
আজ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অসম বিধানসভা নির্বাচনেরও।
WB Election 2021 Voting LIVE: ভোট-সন্ত্রাসে ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও
ভোট-সন্ত্রাসে ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও! ময়নায় বিজেপি করায় অন্তঃসত্ত্বা মহিলাকেও ‘মারধর’। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিয়ে ফেরার সময় হামলার অভিযোগ। বিজেপি করার অভিযোগে হামলা, দাবি আক্রান্তর পরিবারের। দুই পরিবারের জমি-বিবাদে হামলা, দাবি তৃণমূলের।
WB Election 2021 Voting LIVE: কেশপুরে ধারাল অস্ত্রের কোপ যুবককে
কেশপুরে ফের ভোট-সন্ত্রাস। ধারাল অস্ত্রের কোপ যুবককে। আহত দলীয় কর্মী, দাবি বিজেপির। দুপুরে তুলে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম রাজু সাঁতরা। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।





















