WB Election 2021 Live Updates: ঢাকুরিয়া থেকে রোড শো মমতার, শেষ হবে কালীঘাটে
শনিবার পঞ্চম দফার ভোটেও অশান্তি এড়ানো গেল না। ২ জায়গায় গুলি চলার অভিযোগ উঠল।শনিবার মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কুরুলগাছায়। কিন্তু বেলা ১২টা নাগাদ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ২১৫ নম্বর বুথের কাছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।যদিও গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বুথে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক অফিসার।
LIVE
Background
শনিবার পঞ্চম দফার ভোটেও অশান্তি এড়ানো গেল না। ২ জায়গায় গুলি চলার অভিযোগ উঠল।শনিবার মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কুরুলগাছায়। কিন্তু বেলা ১২টা নাগাদ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ২১৫ নম্বর বুথের কাছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।যদিও গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন বুথে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক অফিসার। ঘটনা সম্পর্কে বারাসাত পুলিশ জেলার এসপি, নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে রিপোর্ট দিয়ে জানিয়েছেন, দেগঙ্গা থানার আইসি এবং SDPO বুথটি পরিদর্শন করেছেন। তাঁরা CRPF-এর ASI এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছেন। তাঁরা কেউই গুলি চালানোর কোনও ঘটনা দেখেননি। সুতরাং গুলি চালানোর অভিযোগের কোনও ভিত্তি নেই বলে রিপোর্টে উল্লেখ করেছেন এসপি।
পঞ্চম দফার ভোটে সকাল থেকেই অশান্ত ছিল নদিয়ার শান্তিপুর। বেলা গড়াতেই ওঠে গুলি-বোমাবাজির অভিযোগ!এবছর প্রথমবার ভোটার তালিকায় নাম উঠেছে হারুণ বাউলের।অনেক স্বপ্ন নিয়ে প্রথমবার ভোটও দিয়েছিলেন তিনি। কিন্তু ভোট দিয়ে ফেরার পথেই তাঁকে লক্ষ্য করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।ছেলের এই অবস্থা শুনে শান্তিপুর থানায় ছুটে যান অসহায় মা। ভেঙে পড়েন কান্নায়।
গয়েশপুরে বিজেপি নেতার বাড়িতে চলল তাণ্ডব। রেহাই পেলেন না তাঁর বৃদ্ধ বাবা-মা।
এরইমধ্যে আজও ষষ্ঠ দফার ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
WB Election 2021 Live:হাবড়ায় রোড শো শাহর
হাবড়ায় রোড শো অমিত শাহর
WB Election 2021 Live: ঢাকুরিয়া থেকে রোড শো মমতার
ঢাকুরিয়া থেকে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুইল চেয়ারে বসেই রোড শো তৃণমূল নেত্রীর। রোড শো হবে কালীঘাট পর্যন্ত। রাস্তার দুপাশে মানুষের ভিড়। রয়েছেন দক্ষিণ কলকাতার বিভিন্ন আসনের তৃণমূল প্রার্থীরা
WB Election 2021 Live Updates:বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর মাঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর মাঠে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। গতকাল রাতে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। আজ ঘটনাস্থলে যান বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী। তারপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’দলের সমর্থকরা।সংঘর্ষে ৩ কর্মী আহত, দাবি তৃণমূলের। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির
WB Election 2021 Live: ইভিএম নিয়ে ফেরার পথে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বিজেপির পোলিং এজেন্ট! তৃণমূলের অভিযোগ ঘিরে উত্তেজনা
জলপাইগুড়িতে ভোট-পরবর্তী অশান্তি। ইভিএম নিয়ে ফেরার পথে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপির পোলিং এজেন্টদের একই গাড়িতে দেখা যায় বলে দাবি তৃণমূলের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের দাবি, রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের বুথ থেকে রাত সাড়ে ১০টা নাগাদ ইভিএম নিয়ে ফিরছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, গাড়িতে বাহিনীর সঙ্গে একই গাড়িতে ওঠেন বিজেপির পোলিং এজেন্টদের। তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যান জলপাইগুড়ির পুলিশ সুপার ও ডিএসপি সদর।
সেইসময় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। প্রতিক্রিয়া মেলেনি পুলিশ-প্রশাসনেরও।
WB Election 2021 Live: বেথুয়াডহরিতে রোড শো অমিত শাহর
বেথুয়াডহরিতে রোড শো অমিত শাহর।