WB By-poll 2021: ভোটগ্রহণ শুরু ৪ কেন্দ্রে, মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Bypoll 2021: কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
কলকাতা: আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (West Bengal Assembly Bypoll)। মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ৪ কেন্দ্রে শুরু হল ভোটগ্রহণ। ভোট চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত।
কোচবিহারের দিনহাটা (Dinhata) বিধানসভা কেন্দ্রে লড়াই ত্রিমুখী। দিনহাটা কেন্দ্রের ডিসিআরসি তৈরি হয়েছে দিনহাটা কলেজে। দিনহাটায় মোট বুথ ৪১৭টি। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৮০। এই তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। তাঁর প্রতিপক্ষ বিজেপির অশোক মণ্ডল ও ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ। উপনির্বাচনে এখানে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। দিনহাটা কেন্দ্রের জন্য মোতায়েন করা হয়েছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah) বিধানসভা কেন্দ্রেও ত্রিমুখী লড়াই হচ্ছে। তৃণমূলের হয়ে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখানে বিজেপির প্রার্থী হয়েছেন জয় সাহা। সিপিএমের হয়ে লড়াই করছেন দেবজ্যোতি দাস। খড়দা কেন্দ্রের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। খড়দা বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। খড়দা বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫। মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba) বিধানসভা কেন্দ্রেও আজ উপনির্বাচন হচ্ছে। ত্রিমুখী লড়াইয়ে আছেন তৃণমূলের সুব্রত মণ্ডল, বিজেপির প্রার্থী পলাশ রানা। আরএসপি প্রার্থী করেছে অনিলচন্দ্র মণ্ডলকে। গোসাবা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রে গোসাবা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩০। মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজার। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একমাত্র নদিয়ার শান্তিপুরেও (Shantipur) চতুর্মুখী লড়াই হচ্ছে। শান্তিপুর কেন্দ্রে মোট বুথ ৩৫৭। ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে রাজু পালকে। সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো। শান্তিপুর কেন্দ্রের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: Gosaba: নজরে উপনির্বাচন, ভোটের কয়েক ঘণ্টা আগে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার গোসাবায়