WB Election 2021: ‘আজকের সিনেমা হিট, ৩০-৩৫ হাজার ভোটে জিতব...’ বললেন আত্মবিশ্বাসী রাজ
রাজ চক্রবর্তী বলেন, "একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব। আজকের সিনেমা হিট করে গিয়েছে ৷’’
ঝিলম করঞ্জাই, ব্যারাকপুর: প্রথমবার ভোটে লড়ছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। আজ, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই বেরিয়ে পড়েছেন তিনি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ। তিনি বলেন, "একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব। আজকের সিনেমা হিট করে গিয়েছে ৷’’ রাজ আরও জানান, "৩০ থেকে ৩৫ হাজার ভোটে লিড নিয়ে জিতব।"
রাজের মতে, কিছু কিছু সিনেমার ট্রেলার দেখেই বোঝা যায়, সেই সিনেমা হিট হবে কিনা। ভোটের প্রচারে মানুষের যে আশীর্বাদ পেয়েছি, তাতে শেষ হাসি আমরাই হাসব। সিনেমার জগতে তিনি তারকা পরিচালক হলেও রাজনীতির দুনিয়ায় তাঁর হাতে খড়ি সবে হয়েছে। তাই নিজেকে তারকা প্রার্থী বলতে নারাজ রাজ চক্রবর্তী। বরং নিজেকে যোদ্ধা হিসেবেই দেখছেন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রাজ চক্রবর্তী জানান, ‘‘আমরা কিছু কিছু সিনেমার ট্রেলার এবং প্রোমো দেখে আগে থেকেই বুঝতে পারি, সিনেমাটা কোনদিকে যেতে পারে। ভোটের ক্ষেত্রে যেভাবে মানুষের সমর্থন পেয়েছি, তাতে মনে হচ্ছে আজ সিনেমাটা হিট করে যাবে। আমাদের ৩০-৩৫ হাজার ভোটের লিড থাকবে ৷’’
বুধবারই করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুরের প্রার্থী হিসেবে রাজের মনোনয়নপত্র পেশের দিন তাঁর সঙ্গে ছিলেন শুভশ্রী। স্ত্রী এখন করোনা আক্রান্ত, এই প্রসঙ্গে রাজ বলেন, 'শুভশ্রী অনেক সাপোর্ট করেছে। আমি ব্যারাকপুরে আছি। ও বাড়ির লোকজনকে সামলাচ্ছে।'
এদিকে, আজ সকালেই কাঁচরাপাড়ায় ভোট দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায় ৷ ভাটপাড়ায় ছেলে পবন সিংহকে নিয়ে ভোট দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, ‘‘সারাদিন মনিটরিং করব। কোথাও যেন কোনও গণ্ডগোল না হয়। গণ্ডগোল করলে প্রশাসনকে জানাব। প্রশাসন যদি টেক আপ করে ভাল, না হলে আমাদের মাঠে নামতে হবে ৷’’