WB Election 2021: মালদায় তৃণমূলে জেলা পরিষদের বিজেপি সদস্য
ভোটের মুখে একের পর এক মন্ত্রী, বিধায়ক, সাংসদ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে এবার উলটপুরাণ মালদায়! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জেলা পরিষদের সদস্য উজ্জ্বল চৌধুরী। একসময় মালদা জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন এই নেতা। শুক্রবার তপসিয়ায় তৃণমূল ভবনে এসে ঘাসফুলের পতাকা তুলে নেন উজ্জ্বল চৌধুরী।
ঋত্বিক মণ্ডল ও করুণময় সিংহ, মালদা: বিধানসভা ভোটের মুখে মালদায় বিজেপির ঘর ভাঙল তৃণমূল। শাসকদলে যোগ দিলেন মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান বলে দাবি দলত্যাগী নেতার। দলবদল গুরুত্ব দিচ্ছে না বিজেপি।
ভোটের মুখে একের পর এক মন্ত্রী, বিধায়ক, সাংসদ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে এবার উলটপুরাণ মালদায়! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জেলা পরিষদের সদস্য উজ্জ্বল চৌধুরী। একসময় মালদা জেলা পরিষদের সভাধিপতিও ছিলেন এই নেতা। শুক্রবার তপসিয়ায় তৃণমূল ভবনে এসে ঘাসফুলের পতাকা তুলে নেন উজ্জ্বল চৌধুরী। তিনি জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন, তার জন্য তৃণমূলের সঙ্গে কাজ করতে চাই ৷’’
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাঁজা জানান, ‘‘মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য জয়েন করছে আমাদের দল , এতে দল আরও শক্তিশালী হবে ৷’’
মালদা জেলা পরিষদের মোট আসন ৩৭, ২০১৮-র পঞ্চায়েত ভোটে তৃণমূল ২৯, বিজেপি ৬ ও কংগ্রেস ২টি আসনে জেতে ভোটের পর এক কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন এদিন বিজেপি সদস্যর দলবদলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ৩১।
একসময় কংগ্রেস করলেও, পরে তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেন ওল্ড মালদার নেতা উজ্জ্বল চৌধুরী। ভোটের মুখে তিনি তৃণমূলে ফেরায় দলের কোনও ক্ষতি হবে না বলে দাবি বিজেপির।
মালদার বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘উজ্জ্বল চৌধুরী তৃণমূল থেকে বিজেপিতে আসেন, বিজেপি তাঁকে যোগ্য সম্মান দেয় এখন কেউ দল ছেড়ে অনেক কথা বলতে পারেন, উনি দল ছাড়ায় কোনও প্রভাব পড়বে না ৷’’
২৬ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোট হবে মালদার ১২টি বিধানসভা আসনে ৷