WB Election 2021: কেশিয়াড়িতে বিজেপি সমর্থকের রহস্যমৃত্যু
বাড়ির উঠোনেই মিলল রক্তাক্ত দেহ। পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির
সন্দীপ সরকার, কেশিয়াড়ি: কেশিয়াড়ির বেগমপুরে বিজেপি সমর্থকের রক্তাক্ত দেহ উদ্ধার। নিহত বিজেপি সমর্থকের নাম মঙ্গল সরেন। বাড়ির উঠোনেই মিলল রক্তাক্ত দেহ। পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির। অন্যত্র খুন করে দেহ ফেলে রাখার অভিযোগ। অভিযোগ ওই যুবকের মায়ের।
ভোট শুরুর আগে উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বাড়িতে ঢুকে বিজেপি সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘর থেকে মিলল রক্তাক্ত মৃতদেহ। গেরুয়া শিবিরের অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপি সমর্থক মঙ্গল সরেনকে পিটিয়ে মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, গতকাল রাতে তৃণমূলের সঙ্গে বচসা হয়। ঘটনায় ওই যুবকের বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। মৃতের মাথায় ও ঘাড়ে আঘাত রয়েছে বলে খবর। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ঘটনার রিপোর্ট পেয়েছে নির্বাচন কমিশন।
জেলা প্রশাসন থেকে রিপোর্ট পেয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। জেলা প্রশাসনের জানিয়েছে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু নয় বলে রিপোর্ট পেয়ে জানাল কমিশন।
অন্যদিকে ভোট শুরুর আগে উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, ভোট শুরুর আগে পুরুলিয়া শহরে তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ২ জন তৃণমূল কর্মী আহত হন। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
সকাল থেকেই উত্তেজনার ছবি বিভিন্ন এলাকায়। গড়বেতা বিধানসভার মদনাহারি এলাকায় ১৯৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোট শুরুর আগে পুরুলিয়া শহরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ২ জন তৃণমূল কর্মী আহত হন। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সংযুক্ত মোর্চা সমর্থিত শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসাও বাধে তাঁর। কেউদি জামবনি গ্রামে সুশান্ত ঘোষকে খুনি অ্যাখ্যা দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।