WB Election 2021: ৪৮ ঘণ্টার মধ্যে দুবার, ফের বিস্ফোরণ গলসিতে
গত রবিবার রাত নটা নাগাদ গলসির আটপাড়া এলাকায় ফটিক শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ফটিক শেখকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গলসির রাইপুরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে আটপাড়ার বিস্ফোরণস্থলের দূরত্ব মাত্র এক কিলোমিটার।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের বিস্ফোরণ পূর্ব বর্ধমানের গলসিতে। রাইপুরে অঙ্গনওয়াড়ি স্কুলের পাশে নির্মীয়মান বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ। এলাকায় আতঙ্ক। আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুটি বিস্ফোরণের ঘটনায় একে অপরকে দুষে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
রবিবার আটপাড়া। মঙ্গলবার রাইপুর। ভোটের আবহে ৪৮ ঘণ্টার মধ্যে দু-দুটি বিস্ফোরণ পূর্ব বর্ধমানের গলসিতে। ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। গলসির রাইপুরে একটি নির্মীয়মান বাড়ি থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। যে নির্মীয়মান বাড়িতে বিস্ফোরণ হয়, তার পাশেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি শিশুশিক্ষা কেন্দ্র। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দা রুনা খাতুনের কথায়, ‘‘বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ। কেঁপে ওঠে এলাকা। মনে হয় বোমা মজুত করা ছিল। এখানে কেন এভাবে বোমা মজুত করা হবে। পাশেই শিশুশিক্ষা কেন্দ্র। ওখানে বাচ্চারা খেলে। এদিন রোদ থাকায় খেলতে আসেনি। এলে বড় ঘটনা ঘটে যেত ৷’’
যে নির্মীয়মান বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার ভিত থেকে সবে মেঝে পর্যন্ত উঠেছে। বাড়ির মালিক রফিকুল শেখ পেশায় রাজমিস্ত্রি। পরিবার সূত্রে দাবি, আর্থিক টানাপোড়ের কারণে গত ৫ থেকে ৬ মাস নির্মাণকাজ বন্ধ ছিল। অর্ধসমাপ্ত বাড়ির মালিক শাকিলা বিবি জানান, ‘‘ছেলে কেরলে রাজমিস্ত্রির কাজ করে। বাইরে কাজ করে কষ্ট করে বাড়িটা করছিল। রাজনীতির সঙ্গে আমরা নেই। বাড়ির ভিতর কে কী ভরে রেখে দিয়ে গেল, কী করে জানব বলো ৷’’
গত রবিবার রাত নটা নাগাদ গলসির আটপাড়া এলাকায় ফটিক শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ফটিক শেখকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গলসির রাইপুরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে আটপাড়ার বিস্ফোরণস্থলের দূরত্ব মাত্র এক কিলোমিটার। কয়েক মাস আগে গলসির আটপাড়ায় একটি শিশুশিক্ষা কেন্দ্রের পরিত্যক্ত শৌচাগারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ছাদ। একই জায়গায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক তরজা অব্যাহত। বর্ধমান সদর সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি রমন শর্মা জানান, ‘‘আজও বিস্ফোরণ। গত পরশু ফটিক শেখের বাড়িতে বিস্ফোরণ। ফটিক শেখ তৃণমূল কর্মী। ভোট ব্যাহত করতে এমন কাজ। বোমা মজুত আছে। এই অভিযোগ বারবার জানাচ্ছি। আজ ফের তা প্রমাণ হল ৷’’
পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘মানুষ আমাদের সঙ্গে। গত বিধানসভাতেও আমরা জিতেছি। আমরা কেন বোমা রাখতে যাব। ওখানে বিজেপির আদি নব্যের-দ্বন্দ্ব আছে। তারা বোমা রেখেছে কিনা, পুলিশ তদন্ত করে দেখুক ৷’’২২ এপ্রিল পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ৷