WB Election কল্যাণীতে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি
সকাল থেকেই কল্যাণী থেকে দফায় দফায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে।
![WB Election কল্যাণীতে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি West Bengal Election 2021 Bombs Hurled at BJP workers home in Kalyani Nadia, Allegation against TMC WB Election কল্যাণীতে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/17/ce8b94ab215eb06798e4d63fdd7cde7e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কল্যাণী : বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ কল্যাণীতে। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা। কল্যাণী বিধানসভার সগুনা এলাকার ঘটনা। সেখানকার ৬৪ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। স্থানীয়দের অভিযোগ, গতরাত থেকেই বোমাবাজি শুরু হয়েছে। যার জেরে রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা।
ভোটের দিন সকাল থেকেই কল্যাণী থেকে দফায় দফায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কল্যাণীর বকুলতলায় বিজেপি কর্মীদের উপর হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী।
এদিকে, ভোট শুরুর মিনিট পনেরো আগে কল্যাণী বিধানসভার বকুলতলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের বাইক বাহিনী রড-লাঠি নিয়ে বিজেপি কর্মীদের মারধর করে। আহত বেশ কয়েকজন। এর পাশাপাশি, বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বাইক বাহিনী বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে নদিয়া-গয়েশপুর বাইপাস অবরোধ করা হয়।
পঞ্চম দফায় রাজ্যের ৬ জেলার ৪৫ আসনে ভোটগ্রহণ চলছে। যার মধ্যে রয়েছে কল্যাণী সহ নদিয়া জেলার ৮ বিধানসভা।
একঝলকে পঞ্চম দফার ভোট-
উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ।
জেলাভিত্তিক যে যে বিধানসভা আসনে ভোট-
উত্তর ২৪ পরগনা (১৬)-
পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।
পূর্ব বর্ধমান (৮)-
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।
নদিয়া (৮)-
শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।
জলপাইগুড়ি (৭)-
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।
দার্জিলিং (৫)-
দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।
কালিম্পং (১)-
কালিম্পং।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)