WB Election 2021: কাঞ্চনের দেওয়াল লিখনে গোবর, ছেঁড়া হল ব্যানারও
কোথাও ছেঁড়া হল তৃণমূলের ব্যানার... কোথাও আবার তৃণমূলের দেওয়াল লিখনে লেপে দেওয়া হল গোবর।কোথাও গোবর লেপা হল সিপিএমের পোস্টারেও।হাওড়া, হুগলির, তিন ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বামেরা।
![WB Election 2021: কাঞ্চনের দেওয়াল লিখনে গোবর, ছেঁড়া হল ব্যানারও West Bengal Election 2021: cow dung thrown in TMC Kanchan Mullick wall grafitti, banner tearing ahead of election WB Election 2021: কাঞ্চনের দেওয়াল লিখনে গোবর, ছেঁড়া হল ব্যানারও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/7b8d38f0aa00aa53c5bab3d66a79b8b4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের প্রচারে, দেওয়াল লিখনে লেপে দেওয়া হল গোবর। হাওড়ায় ছিড়ে দেওয়া হল তৃণমূল প্রার্থীর ব্যানার। দুটি ঘটনাতেই বিজেপির দিকে আঙুল তুলেছে ঘাসফুল শিবির। মানতে রাজি নয় বিজেপি।
কোথাও ছেঁড়া হল তৃণমূলের ব্যানার... কোথাও আবার তৃণমূলের দেওয়াল লিখনে লেপে দেওয়া হল গোবর।কোথাও গোবর লেপা হল সিপিএমের পোস্টারেও।হাওড়া, হুগলির, তিন ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বামেরা। হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্ননগরে তৃণমূলের দেওয়াল লিখনে লেপে দেওয়া হয়েছে গোবর। বুধবার সকালে দেখা যায়, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের সমর্থনে লেখা দেওয়ালে, গোবর লেপে দিয়েছে কেউ। পাশেই, সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী রজত বন্দ্যোরাধ্যায়ের পোস্টারেও গোবর লেপে দেওয়া হয়েছে।
তৃণমূল ও বামেদের অভিযোগ, একাজ বিজেপিরই। হুগলির বিজেপি সভাপতি শ্যামল বসু জানান, ‘‘যদিও বিজেপির দাবি প্রার্থী পছন্দ না হওয়ায় বাম ও তৃণমূলকর্মীদের একাংশ নিজেরাই একাজ করেছে।’’
হুগলির পাশের জেলা হাওড়াতে ছিঁড়ে দেওয়া হয়েছে তৃণমূলের ব্যানার। বেলুড়ের বিকে পাল টেম্পল রোডে, বালির তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের নামে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, বাম-বিজেপি মিলিতভাবে ব্যানার ছিঁড়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ বাম ও গেরুয়া শিবির।
আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে ভোট। হুগলির উত্তরপাড়াতেও এই একই দিনেই ভোট।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের) প্রার্থীতালিকায় এবার তারকাদের ছড়াছড়ি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, মনোজ তিওয়ারি, জুন মালিয়ার মতো তারকাদের প্রার্থী করেছে তৃণমূল। উত্তরপাড়ার টিএমসি প্রার্থী কাঞ্চন মল্লিক । তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পাওয়ার পর কাঞ্চন বলেছিলেন, ‘আমাকে প্রার্থী করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমরা সবাই দিদির দূত। উত্তরপাড়ার মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করব। সবাই মিলে একসঙ্গে দিদির জন্য কাজ করব।’ প্রার্থীতালিকা ঘোষণার কিছুদিন আগে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)