(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021: কলকাতার পর পূর্ব বর্ধমান, গাড়ি থেকে উদ্ধার ২৫ কোটির মাদক
ভোটের মুখে নিউ আলিপুর মাদক কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির যুব মোর্চার নেত্রীর গাড়ি থেকে ১২ লক্ষ টাকার কোকেন উদ্ধার নিয়ে রাজনৈতিক তরজা চলছে। তার মধ্যেই এবার লালবাজার থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের মেমারিতে হানা দিয়ে ২৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ।
কমলকৃষ্ণ দে ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পূর্ব বর্ধমান: ভোটমুখী বাংলায় আবার গাড়ি থেকে মাদক উদ্ধার। কলকাতার নিউ আলিপুরের পর এবার পূর্ব বর্ধমানের মেমারিতে। পাচারের আগেই ২৫ কোটি টাকার হেরোইন সমেত মাদক কারবারিকে ধরে ফেলল কলকাতা পুলিশের এসটিএফ।
ভোটের মুখে নিউ আলিপুর মাদক কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির যুব মোর্চার নেত্রীর গাড়ি থেকে ১২ লক্ষ টাকার কোকেন উদ্ধার নিয়ে রাজনৈতিক তরজা চলছে। তার মধ্যেই এবার লালবাজার থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের মেমারিতে হানা দিয়ে ২৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। এই ঘটনায় সুনীল হাওলাদার নামে ৩৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷
এসটিএফ সূত্রে দাবি, আউশগ্রামের ডাঙাপাড়ার বাসিন্দা সুনীল হাওলাদার কুখ্যাত মাদক কারবারি ৷ সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ এই গাড়িতেই মাদক নিয়ে যাচ্ছিলেন তিনি। গোয়েন্দা সূত্রে খবর, অন্য পার্টির হাতে হেরোইন তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। প্রথম ডেলিভারি হওয়ার কথা ছিল শক্তিগড়ে। তার আগেই ধাওয়া করে রসুলপুর বাজারে সুনীল হাওলাদারের গাড়ি আটকায় এসটিএফ ৷
এসটিএফ সূত্রে দাবি, গাড়ির ভিতর থেকে ৫ কেজির বেশি হেরোইন উদ্ধার হয়েছে ১০টি প্যাকেটে তা ভাগ করা ছিল ৷ উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য ২৫ কোটি টাকা ৷ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে সুনীল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। গোয়েন্দা সূত্রে দাবি, অনেক দিন ধরেই মোস্ট ওয়ান্টেড ছিলেন এই মাদক কারবারি। সুনীলের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।