WB Election 2021: হাওড়ায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Firing at Howrah: ঘটনাস্থল থেকে উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও গুলির খোল। আটক এক।
সুনীত হালদার, হাওড়া: ভোটের মুখে হাওড়া দক্ষিণ বিধানসভার লিচুবাগানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন প্রাণে। হামলার নেপথ্যে বিজেপি, অভিযোগ রাজ্যের শাসক দলের। অস্বীকার গেরুয়া শিবিরের। ঘটনাস্থল থেকে উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও গুলির খোল। আটক এক।
ফের রাজ্যে ভোট-সন্ত্রাসের অভিযোগ। দেওয়াল লিখনের সময় চলল গুলি। আহত এক তৃণমূল কর্মী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লিচুবাগান অঞ্চলে। তৃণমূল কর্মীদের দাবি, এদিন দুপুরে দলীয় প্রার্থী নন্দিতা চৌধুরীর হয়ে প্রচারের জন্য দেওয়াল লিখছিলেন তাঁরা। ওই অঞ্চলে তৃণমূলের পতাকা লাগানো হচ্ছিল। অভিযোগ, বিজেপির পতাকা লাগানো ৫-৬টি বাইকে করে কয়েকজন এসে আচমকা তাঁদের উপর হামলা চালায়। ধস্তাধস্তি শুরু হলে বাইকে থাকা একজন প্রথমে শূন্যে গুলি চালায়। পরে মহম্মদ আবু বকর নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ওই ব্যক্তি গুলি চালায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই তৃণমূল কর্মী। এরপরই স্থানীয় বাসিন্দারা তাড়া করে একজনকে ধরে ফেলেন। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নাজিরগঞ্জ ফাঁড়ির তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি গুলির খোল উদ্ধার হয়েছে। স্থানীয়দের হাতে ধরা পড়া ব্যক্তিকে আটক করা হয়েছে।