Amit Shah Purulia Rally: ‘নতুন এইমস থেকে শুদ্ধ পানীয় জল’, জঙ্গলমহলকে প্রতিশ্রুতি অমিত শাহর
পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করেন অমিত শাহ
পুরুলিয়া: আজই শেষ হচ্ছে রাজ্যে প্রথম দফা ভোটের প্রচার-পর্ব। সকাল থেকে জমজমাট প্রচার। একাধিক জেলায় বিজেপির মেগা র্যালি।
রাজ্যে আজ ফের নির্বাচনী প্রচারে অমিত শাহ। আজ মূলত, জঙ্গলমহেল প্রচারে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করেন অমিত শাহ।
সভা থেকে তিনি তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি একাধিক নির্বাচনী প্রতিশ্রুতিও দিয়েছেন। গোটা জঙ্গলমহলে জলের সমস্যা কারও অজানা নয়। এদিন সেই ইস্যুটিকে হাতিয়ার করে অমিতের প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে। তিনি বলেন,
‘পুরুলিয়ায় শুদ্ধ পানীয় জল পায় না সাধারণ মানুষ। ‘বিজেপি ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে। এর জন্য সুবর্ণরেখা নদির ওপর বাঁধ তৈরি করবে বিজেপি সরকার।’
পাশাপাশি, জঙ্গলমহলে নতুন এইমস গঠনের কথাও শোনা গিয়েছে অমিতের গলায়। বলেন, ‘জঙ্গলমহলে নতুন এইমস তৈরি করবে বিজেপি। এই প্রেক্ষিতে, জনস্বাস্থ্য নিয়ে মমতা সরকারকে তুলোধনা করেন। বলেন, ‘দিদি যতদিন আছেন ততদিন ম্যালেরিয়া, ডেঙ্গু যাবে না। বাংলা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া তখনই যাবে, যখন দিদি যাবে। ম্যালেরিয়া, ডেঙ্গু নির্মুল করতে দিদিকে হারানো প্রয়োজন। বিজেপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু নির্মুল হবে।’
জঙ্গলমহলের উন্নয়নে মমতা কিছুই করেননি বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসে মমতা সরকার কিছুই করেনি। ‘লালমাটির জন্য কিছুই করেনি তৃণমূল সরকার। দিদি খেলা হবে বলে আদিবাসীদের ভয় দেখাচ্ছেন। দিদির গুণ্ডাদের ভয় পাবেন না। বিজেপি ক্ষমতায় এলে দিদির একজন গুণ্ডাও ভয় দেখাতে পারবে না।’
বিজেপি ক্ষমতায় এলে জঙ্গলমহলের উন্নয়নে পৃথক বোর্ড গঠন করার প্রতিশ্রুতিও দেন অমিত শাহ। বলেন, ‘জঙ্গলমহল বিকাশ বোর্ড তৈরি করবে বিজেপি। পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি। ঝাড়গ্রামে সংগ্রহশালা তৈরি করবে বিজেপি, যেখানে বীরসা মুন্ডার মূর্তি থাকবে। পুরুলিয়াকে রেলের সঙ্গে যুক্ত করার জন্য বিজেপি বদ্ধপরিকর।’
দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে একহাত নেন মমতা। বলেন, ‘বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না মমতা। সবেতেই কাটমানি দিতে হয়। অনলাইনে আদিবাসীদের সার্টিফিকেট দিয়ে কাটমানি বন্ধ করবে বিজেপি। মোদি দেশের কল্যাণ করতে চান, মমতা শুধু ভাইপোর কল্যাণ করছেন। আমফান, বুলবুলে ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছেন নরেন্দ্র মোদি।’
তিনি যোগ করেন, ‘বাংলায় শুধু হিংসার রাজনীতি। ১৩০ জন বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন। বাংলা হিংসামুক্ত করবে বিজেপি। দিদির সন্ত্রাসে বিরক্ত মানুষ। বাংলায় বাড়ছে বেকারত্ব। প্রথমে বামেদের আমলে শিল্প বন্ধ হয়েছে। তৃণমূল বিনিযোগকারীদের বাংলা থেকে ভাগিয়ে দিয়েছে।’
অমিতের প্রতিশ্রুতি, ‘বিজেপি ক্ষমতায় এলে ১ বছরে ১৮ হাজার টাকা কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তিনি বলেন, ‘স্ক্যাম চাইলে দিদিকে ভোট দিন। স্কিম চাইলে নরেন্দ্র মোদিকে ভোট দিন।’