WB Election 2021: এটা স্মাইলি ইলেকশন: মমতা
রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘আমি নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছি। কথা দিলে কথা রাখি।’
সেইসঙ্গে বললেন, এটা স্মাইলি ইলেকশন।
ভোটে ২৯১টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হল। শুধু নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে তৃণমূলের তালিকায় একাধিক তারকা। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, আসানসোল দক্ষিণে সায়নী, রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সি, কৃষ্ণনগর উত্তরে কৌশানি। বারাসাতে ফের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত। রায়গঞ্জে টিকিট পেলেন না দেবশ্রী। বাঁকুড়া থেকে ভোটে লড়ছেন সায়ন্তিকা। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, চন্ডীপুরে প্রার্থী সোহম।
মমতার গলায় শোনা গেল 'খেলা হবে' স্লোগানও। বললেন, খেলা হবে, দেখা হবে, জেতা হবে। ’