WB Election 2021: ঝাড়গ্রামে ভোটের আগের দিন কমিশনের স্লিপের সঙ্গে বিলি বিজেপির সংকল্পপত্র!
অভিযুক্ত বুথ লেভেল অফিসারকে হাতেনাতে ধরেন কমিশনের অফিসাররা...
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ভোট শুরুর আগে নির্বাচন কমিশনের বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্পপত্র বিলির অভিযোগ উঠল এক বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে। তৃণমূলের তরফে অভিযোগ পেয়ে অভিযুক্ত কর্মীকে হাতেনাতে ধরলেন কমিশনের অফিসাররা। আর এর পরেই নির্বাচন কমিশন-বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। উত্তর দিয়েছে বিজেপিও।
শনিবার ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণের মধ্যে দিয়েছে শুরু হয়ে যাবে ২০২১-এর হাইভোল্টেজ বিধানসভার নির্বাচন। তার আগে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামে বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্প পত্র দেওয়ার অভিযোগ উঠল এক বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে!
গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন এক তৃণমূল কর্মী। তাঁর দেওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলা ভোটারের সঙ্গে কথা বলছেন মহিলা বুথ লেভেল অফিসার। মহিলা ভোটার দাবি করছেন, তাঁকে ওই মহিলা বুথ লেভেল অফিসারই বিজেপির সংকল্পপত্রটি দিয়েছেন। সূত্রের খবর, অভিযুক্ত বুথ লেবেল অফিসারের নাম অপর্ণা মণ্ডল। তিনি একজন ICDS কর্মী।
তৃণমূলের অভিযোগ, ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে কয়েকদিন ধরেই তিনি কমিশনের বুথ স্লিপের সঙ্গে বিজেপির সংকল্প পত্র বিলি করছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার রাতে তাঁকে হাতেনাতে ধরেন কমিশনের আধিকারিকরা। এ ছবি সামনে আসার পরেই নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। ঝাড়গ্রামের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা উজ্জ্বল পাত্র বলেন, ‘‘নির্বাচন কমিশনের লোক কেন বিজেপির সংকল্পপত্র দেবে? বোঝা যাচ্ছে কমিশন বিজেপির হয়ে কাজ করছে। সরানো উচিত।’’
বিজেপির আবার পাল্টা দাবি, ওই মহিলা বুথ লেবেল অফিসার হওয়ার পাশাপাশি এলাকার সক্রিয় বিজেপি কর্মী। তাঁকে ষড়যন্ত্র করে তৃণমূল ফাঁসিয়েছে বলেও অভিযোগ করেছে গেরুয়া শিবির। বৃহস্পতিবারের ঘটনায় অভিযুক্ত বুথ লেভেল অফিসারকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে, পূর্ব মেদিনীপুরের সাতটা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে।