এক্সপ্লোর
Advertisement
WB Election 2021 LIVE: কুলতলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গরহাজির জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, তুঙ্গে জল্পনা
West Bengal election 2021 live updates: বেলেঘাটায় বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। থানায় নালিশ জানাতে গেলে, পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিবাদে রাতে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।
LIVE
Background
কলকাতা: বেলেঘাটায় বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। থানায় নালিশ জানাতে গেলে, পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। প্রতিবাদে রাতে বেলেঘাটা থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। ঘটনার সূত্রপাত কলকাতা গতকাল সকালে। বিজেপির অভিযোগ, মিঞাবাগান এলাকায় তাদের কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেয়, মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতে বেলেঘাটা থানায় নালিশ জানাতে যাওয়ায়, বিজেপির মণ্ডল সভাপতি গিরিশ শুক্লাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিজেপি নেতার অনুগামীরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
21:42 PM (IST) • 24 Jan 2021
ভিক্টোরিয়ায় নেতাজি-জয়ন্তীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি ঘিরে বিতর্ক তুঙ্গে। বিশিষ্টদের একাংশের মতে, এই ঘটনা অনভিপ্রেত। বাংলার সংস্কৃতির পক্ষে অপমানজনক। ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বক্তব্য না রাখার বিষয়টিও ঠিক নয় বলে কেউ কেউ মনে করছেন।
21:12 PM (IST) • 24 Jan 2021
প্রার্থী তালিকা প্রকাশের আগেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর নাম দিয়ে টাঙানো হল ফ্লেক্স। ঘটনার নেপথ্যে তৃণমূল বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। এই ঘটনায় দল জড়িত নয়, পাল্টা দাবি করেছে শাসক দল।
20:14 PM (IST) • 24 Jan 2021
ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার প্রতিবাদে পথে নামল তৃণমূল। জেলায় জেলায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। হুগলির বৈদ্যবাটিতে নাগরিকমঞ্চের তরফে মিছিল করা হয়। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
19:38 PM (IST) • 24 Jan 2021
আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলকে জেতানোর ডাক দিলেন রাজবংশী নেতা। গোটা উত্তরবঙ্গেই দল ভাল ফল করবে বলে দাবি তৃণমূলের। তৃণমূলের বিরুদ্ধে পাইয়ে দেওয়ার রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি।
19:01 PM (IST) • 24 Jan 2021
ভিক্টোরিয়ায় বক্তৃতা বয়কট করে নেতাজিকেই অপমান করেছেন মমতা। কটাক্ষ কৈলাস বিজয়বর্গীয়র।
Load More
Tags :
Beleghata Clash WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Mamata Banerjee Bengal Election 2021 Bengal Electionsবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement