(Source: Poll of Polls)
WB Election 2021 LIVE Updates: আজ সন্ধে ৬ থেকে কাল রাত ১২ পর্যন্ত দিনহাটা বনধের ডাক তৃণমূলের
ভোট মিটলেও জেলায় জেলায় অব্যাহত রাজনৈতিক হিংসা...
LIVE
Background
কলকাতা: জেলায় জেলায় রাজনৈতিক হিংসা। কোথাও মৃত তৃণমূল কর্মী। কোথাও আক্রান্ত বিজেপি। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজারের নেতাজি কলোনি।সংঘর্ষে আহত উভয়পক্ষের ৫ জন। ভোটের পর ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল নেতাজি কলোনি এলাকা। গতকাল থেকে দফায় দফায় দু’ পক্ষের সংঘর্ষ বাধে।তৃণমূল কর্মীর বাড়ি, দোকান ভাঙচুর করে বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ভোটের ফল ঘোষণার পরেই উত্তপ্ত নন্দীগ্রাম। কেন্দামারি, জলপাই, ভেটুরিয়া, সামসাবাদ এলাকায় একাধিক বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর, পানের বরজে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা গোকুলনগর, মহেশপুর এলাকায় তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
কোচিহারের চিলাখানায় তৃণমূল কর্মীর হাত-পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলকর্মীদের। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির দাবি, তাঁদের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। ভাঙচুর করা হয় ঘরবাড়ি।
বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে উত্তপ্ত খেজুরি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, মানতে নারাজ শাসক দল। রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামেও। অন্যদিকে, বারাসাতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলেও, তা উড়িয়ে দিয়েছে শাসক দল।
WB Election 2021 LIVE: নন্দীগ্রাম কেন্দ্রের সব ইভিএম সুরক্ষিত রাখা হল প্রশাসনিক অফিসে
অবশেষে কাটল জট। কড়া নিরাপত্তায় ক্যামেরার নজরদারিতে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সব ইভিএম গণনাকেন্দ্র থেকে হলদিয়ার প্রশাসনিক অফিসে সরানো হল। ভোটযন্ত্র কড়া সুরক্ষা বলয়ে রাখা হবে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে এই আশ্বাস পেয়ে, পাঁচদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া তৃণমূল কর্মীরা পথ ছেড়ে দেন।
West Bengal Election 2021 LIVE: উদয়ন গুহর ওপর হামলার প্রতিবাদে দিনহাটা বনধের ডাক তৃণমূলের
রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাত ভেঙে যায় উদয়ন গুহর, বুকে ও পিঠে চোট। মারধরের জেরে মাথা ফাটল ২ নিরাপত্তা রক্ষীর। আজ সন্ধে ৬ থেকে কাল রাত ১২ পর্যন্ত দিনহাটা বনধের ডাক তৃণমূলের
WB Election 2021 LIVE: দিনহাটায় এবার বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর
কোচবিহারের দিনহাটায় ফের উত্তেজনা। উদয়ন গুহর উপর হামলার পর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অশান্তির দায়ে গ্রেফতার বেশ কয়েকজন তৃণমূল কর্মী।
West Bengal Election 2021 LIVE: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভোট-পরবর্তী হিংসা রাজ্যে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভোট পরবর্তী হিংসায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য। যে দলের কর্মী খুন হয়েছেন, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য। অর্ধেক বিজেপি ও অর্ধেক তৃণমূল কর্মী মারা গেছেন।’
West Bengal Election 2021 LIVE: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভোট-পরবর্তী হিংসা রাজ্যে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভোট পরবর্তী হিংসায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য। যে দলের কর্মী খুন হয়েছেন, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য। অর্ধেক বিজেপি ও অর্ধেক তৃণমূল কর্মী মারা গেছেন।’