
WB Election 2021 LIVE Updates রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত বিজেপির
৫ জন বিচারপতি থাকবেন বিশেষ বেঞ্চে
LIVE

Background
WB Election 2021 LIVE: ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে বিজেপির মহিলা মোর্চার ধর্নায় উত্তেজনা
রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে বিজেপির মহিলা মোর্চার ধর্নায় পুলিশের বাধা, উত্তেজনা। করোনার কারণে জমায়েতের অনুমতি নয়, জানিয়ে দেয় পুলিশ। জোর করে ধর্নায় অংশ দিতে গেলে প্রথমে ২ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে ঘটনাস্থলে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়রা পৌঁছলে উত্তেজনা চরমে ওঠে। অগ্নিমিত্রা, রূপা সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
West Bengal Election 2021 LIVE: বিধানসভায় নিষিদ্ধ হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ
বিধানসভায় নিষিদ্ধ হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ। আজ বিধানসভার সচিব এ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন। বিধানসভার স্পিকারের নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল একটি ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ জারি হয়েছে। গতকাল বিধানসভায় শপথ নিতে আসেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সে সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, শুভেন্দু বেরনোর সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করেন। ওই ঘটনার প্রেক্ষিতেই আজ জারি হয়ে বিজ্ঞপ্তি।
WB Election 2021 LIVE: সোমবার শপথ নতুন মন্ত্রিসভার সদস্যদের
রবিবার নয়, সোমবার শপথ নতুন মন্ত্রিসভার সদস্যদের। রাজভবনে সকাল ১১টায় শপথগ্রহণ। শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যরা
West Bengal Election 2021 LIVE: রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত বিজেপির
‘বিধানসভার অধিবেশন বয়কট করছে বিজেপি। রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা বয়কট। বিধানসভায় আসবেন না কোনও বিজেপি বিধায়ক। বিধানসভার অধ্যক্ষ নির্বাচনেও অংশ নেবেন না বিজেপি।’ সিদ্ধান্ত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে, জানালেন দিলীপ ঘোষ
West Bengal Election 2021 LIVE: ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ
ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে বিশেষ বেঞ্চ। বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। ৫ জন বিচারপতি থাকবেন বিশেষ বেঞ্চে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
