WB Election 2021 LIVE: ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন, আর প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন
ভোট পরবর্তী অশান্তি নিয়ে এদিন বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয়। এই পরিস্থিতি নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন ভোট পরবর্তী অশান্তির রিপোর্ট নিয়ে ফের বেধেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।
LIVE

Background
WB Election Live Updates: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা-
৩৫) দিলীপ মন্ডল
৩৬) আখরুজ্জামান
৩৭) শিউলি সাহা
৩৮) শ্রীকান্ত মাহাতো
৩৯) ইয়াসমিন সাবিনা
৪০) বীরবাহা হাঁসদা
৪১) জোৎস্না মান্ডি
৪২) পরেশ চন্দ্র অধিকারী
৪৩) মনোজ তিওয়ারি
WB Election Live Updates: প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হিসেবে শপথ নেবেন যারা
২৫) বেচারাম মান্না
২৬) সুব্রত সাহা
২৭) হুমায়ন কবীর
২৮) অখিল গিরি
২৯) চন্দ্রিমা ভট্টাচার্য
৩০) রত্না দে নাগ
৩১) সন্ধ্যারাণী টুডু
৩২) বুলু চিক বারিক
৩৩) সুজিত বসু
৩৪) ইন্দ্রনীল সেন
WB Election Live Updates: ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা
১) সুব্রত মুখোপাধ্যায়
২) পার্থ চট্টোপাধ্যায়
৩) অমিত মিত্র
৪) সাধন পান্ডে
৫) জ্যোতিপ্রিয় মল্লিক
৬) বঙ্কিমচন্দ্র হাজরা
৭) মানস ভুঁইয়া
৮) সৌমেন মহাপাত্র
৯) মলয় ঘটক
১০) অরূপ বিশ্বাস
১১) উজ্জ্বল বিশ্বাস
১২) অরূপ রায়
১৩) রথীন ঘোষ
১৪) ফিরহাদ হাকিম
১৫) চন্দ্রনাথ সিনহা
১৬) শোভনদেব চট্টোপাধ্যায়
১৭) ব্রাত্য বসু
১৮) পুলক রায়
১৯) শশী পাঁজা
২০) মহম্মদ গুলাম রব্বানি
২১) বিপ্লব মিত্র
২২) জাভেদ খান
২৩) স্বপন দেবনাথ
২৪) সিদ্দিকুল্লা চৌধুরী
WB Election Live Updates: শপথ নিতে চলা মোট ৪৩ জন মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে
তৃতীয় তৃণমূল সরকারে ৪৩ জন মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন।
WB Election Live Updates: তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভার ৩০জন সদস্যে আগামীকাল শপথগ্রহণ
কাল রাজভবনে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ। শপথ নেবেন মমতা-মন্ত্রিসভার ৩০জন সদস্য।
অসুস্থ অমিত মিত্র, করোনায় আক্রান্ত ব্রাত্য বসু ভার্চুয়ালে শপথ নেবেন। এদিকে, প্রথমবার মমতা-মন্ত্রিসভায় রামনগরের বিধায়ক অখিল গিরি
কাল শপথ নেবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী হিসেবে কাল ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের শপথ।
কাল শপথ নেবেন চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
