WB Election 2021 LIVE: ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন, আর প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন
ভোট পরবর্তী অশান্তি নিয়ে এদিন বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয়। এই পরিস্থিতি নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন ভোট পরবর্তী অশান্তির রিপোর্ট নিয়ে ফের বেধেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

Background
কলকাতা: ভোট পরবর্তী অশান্তি ঘিরে রাজ্য-রাজনীতিতে ক্রমশ চড়ছে পারদ!পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। মামলার জল গড়িয়েছে আদালত পর্যন্তও!
এই প্রেক্ষাপটে অশান্তির জন্য নাম না করে বিজেপিকে দায়ী করে রাজ্য বিধানসভায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন অশান্তি রুখতে রং না দেখে কঠোর পদক্ষেপ নেবে তাঁর সরকার।
ভোট পরবর্তী অশান্তি নিয়ে এদিন বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয়। এই পরিস্থিতি নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন ভোট পরবর্তী অশান্তির রিপোর্ট নিয়ে ফের বেধেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।
শনিবার সন্ধেয় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে রাজ্যপাল অভিযোগ করেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। তাই মুখ্যসচিবকে তলব করা হয়েছে। এমনকি, ৩মে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার যে রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টও তিনি পাঠাননি।
রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে রাজ্যপাল আরও লেখেন, সরকার নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে সরে আসছে। তা কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না।যখন রাজ্যে ভোটের পরে এত অশান্তির ঘটনা ঘটছে, তখন রাজ্যের সাংবিধানিক প্রধানকে কোনও তথ্য দেওয়া হচ্ছে না। এটা মানা যায় না!
সন্ধেয় রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। ৯০ মিনিট কথা হয়। কিন্তু, কোনও রিপোর্ট জমা না দেওয়ায় ফের রাজ্যপাল ট্যুইটে অভিযোগ করেন, দু’জনেই এলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রিপোর্ট আনলেন না। তাঁদের দ্রুত রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছি। এই ধরনের কাজকর্ম অত্যন্ত বিরক্তিকর! আশা করি, এবার অন্তত যথাযথ জবাব আসবে।
২ মে রাজ্য বিধানসভার ভোটের ফল ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর সামনে আসতে থাকে। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়ার পাশাপাশি বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
শনিবার বীরভূমের নানুর, ময়ূরেশ্বর দুবরাজপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের প্রতিনিধি দল।
WB Election Live Updates: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা-
৩৫) দিলীপ মন্ডল
৩৬) আখরুজ্জামান
৩৭) শিউলি সাহা
৩৮) শ্রীকান্ত মাহাতো
৩৯) ইয়াসমিন সাবিনা
৪০) বীরবাহা হাঁসদা
৪১) জোৎস্না মান্ডি
৪২) পরেশ চন্দ্র অধিকারী
৪৩) মনোজ তিওয়ারি
WB Election Live Updates: প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হিসেবে শপথ নেবেন যারা
২৫) বেচারাম মান্না
২৬) সুব্রত সাহা
২৭) হুমায়ন কবীর
২৮) অখিল গিরি
২৯) চন্দ্রিমা ভট্টাচার্য
৩০) রত্না দে নাগ
৩১) সন্ধ্যারাণী টুডু
৩২) বুলু চিক বারিক
৩৩) সুজিত বসু
৩৪) ইন্দ্রনীল সেন





















