WB Election 2021 LIVE Updates: করোনা নিয়ে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্য সরকার, দাবি বিজেপির
West Bengal Assembly Election 2021 LIVE Updates: করোনা রুখতে পদক্ষেপ নেই রাজ্য সরকারের
LIVE

Background
COVID-19 LIVE Updates: সাতগাছিয়ায় প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ
পাতিপুকুর, হাওড়ার পর দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া। সাতগাছিয়ার আর্যপাড়ায় গতকাল ভোর ৫টায় মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার। প্রায় ১২ ঘণ্টা পর দেহ উদ্ধার। বজবজের ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে উদ্ধার দেহ। পরে মহেশতলায় শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধার। বৃদ্ধার মৃত্যু কোনও তথ্য মেলেনি বলে দাবি পুলিশের।
West Bengal Election 2021 LIVE: করোনা নিয়ে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্য় সরকার, দাবি বিজেপির
বিজেপির সাংবাদিক সম্মেলনে সমীক ভট্টাচার্য। তিনি বলেন, করোনা আতঙ্কের মধ্যেও ভোট দিচ্ছেন মানুষ। করোনা নিয়ে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্য় সরকার। করোনা রুখতে পদক্ষেপ নেই রাজ্য সরকারের। ২ মে-র পর রাজ্য নতুন সরকার আসবে।
WB Election 2021 LIVE: কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ করোনায় মৃত প্রার্থী কাজল সিন্হার স্ত্রীর
কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ করোনায় মৃত প্রার্থীর স্ত্রীর। উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ কাজল সিন্হার পরিবারের। খড়দা থানায় সুদীপ জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রার্থীর স্ত্রীর। ২৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে খড়দার তৃণমূল প্রার্থীর মৃত্যু। এব্যাপারে এখনও পর্যন্ত কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
West Bengal Election 2021 LIVE: টিটাগড়ে বিজেপির পার্টি অফিস ভাঙচুর
টিটাগড়ে বিজেপির পার্টি অফিস ভাঙচুর। ভাঙচুর করা হয় দাঁড়িয়ে থাকা একটি গাড়িও। তৃণমূলের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের বিজেপির। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের।
WB Election 2021 LIVE: দু’জন এজেন্টের মাঝে বসলে একজনকে পিপিই কিট পরতে হবে, গণনাকেন্দ্রের গাইডলাইন জারি কমিশনের
গণনার দিন সংক্রমণ রুখতে গাইডলাইন জারি কমিশনের। বলা হয়েছে, ‘আরটিপিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করবেন জেলাশাসক। কাউন্টিং এজেন্টদের জন্য গণনা কেন্দ্রে রাখতে হবে যথেষ্ট পিপিই কিট। দু’জন এজেন্টের মাঝে বসলে একজনকে পিপিই কিট পরতে হবে। গণনা কেন্দ্রের কর্মীদের জন্য মাস্ক, স্যানিটাইজার, ফেস-শিল্ড, গ্লাভস বাধ্যতামূলক। গণনার সময় গণনা কেন্দ্রের বাইরে কোনও জমায়েত বরদাস্ত নয়। করোনা বিধি মেনে গণনা কেন্দ্রে সব ব্যবস্থার শংসাপত্র দেবে জেলা স্বাস্থ্য দফতর।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
