WB Election 2021 LIVE Updates: নিমতাকাণ্ডের প্রতিবাদ, মোমবাতি মিছিল বিজেপির
West Bengal Assembly Election 2021 LIVE Updates: সকাল থেকে সন্ধে পরপর পাঁচটি পথসভা বিজেপি প্রার্থীর
LIVE
Background
প্রথম দফায় ছাব্বিশটি আসন যাবে বিজেপির দখলে দাবি অমিত শাহের। তুমি কী করে জানলে, তাহলে কি ইভিএম কারসাজি? আসন-দাবি নিয়ে অমিতকে পাল্টা আক্রমণে মমতা।
বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ। নন্দীগ্রামে ভোটের মুখে নাম না করে শিশির-শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। হারের আশঙ্কায় আর্তনাদ, জবাব দেবে মানুষ, কটাক্ষ শিশিরের।
নন্দীগ্রামে পরিবর্তন করুন, বাংলায় আপনা-আপনি হবে, হুঙ্কার অমিত শাহের। যেন ৩৫৬ ধারা জারি করে ভোট হচ্ছে। নন্দীগ্রাম থেকে সুর চড়ালেন মমতাও।
আস্থা রেখেছেন মোদি-অমিত। ভোটের পর সরকার চালাব আমি আর দিলীপ ঘোষ, বললেন শুভেন্দু। কর্মীদের ভোকাল টনিক দিতে রূপকথার গল্প, কটাক্ষ কুণালের।
লালগড়ে ভোট মিটতেই পদক্ষেপ এনআইএ-র। ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাককাণ্ডে গ্রেফতার ছত্রধর। ২ দিনের হেফাজত। এনআইএ-র শারীরিক নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার।
রাতে দরজা ভেঙে ঘরে ঢুকেছিল এনআইএ, দাবি ছত্রধরের স্ত্রী-র। গ্রেফতারের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি, অভিযোগ তৃণমূলের। দেশদ্রোহীদের নিয়ে রাজনীতি বাঞ্ছনীয় নয়, পাল্টা বিজেপি।
রবিবাসরীয় প্রচারে ঝাঁঝ। ইন্দাস, কেশপুর, ডেবরা, চন্দ্রকোণা-পরপর রোড শো মিঠুনের। তারকাকে দেখতে মানুষের ঢল।
সিঁথিতে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত মেয়েও। বিজেপি লেখা গেরুয়া গেঞ্জি পরার জের, দাবি অভিযোগকারীর। গ্রেফতার দুই। দলের যোগ নেই, দাবি তৃণমূলের।
বোমাবাজির পর বিজেপি কর্মীদের গাড়িতে হামলা। দিনভর দফায় দফায় উত্তপ্ত কেশপুর। কাঁথি, শ্রীরামপুর, সিউড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। হুমকির প্রতিবাদে নন্দীগ্রামে সিপিএম প্রার্থীর অবস্থান।
WB Election 2021: প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা
প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কমল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এই দফায় মোতায়েন থাকবে ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে, পটাশপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি আরও বাড়ানো হল।
West Bengal Election 2021: রং খেলাকে কেন্দ্র করে বর্ধমানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
রং খেলাকে কেন্দ্র করে বর্ধমানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বর্ধমানের ২৩ নম্বর ওয়ার্ডে ধুন্ধুমার। বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ভাঙচুর। সংঘর্ষে জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী।
WB Election 2021: নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক
নন্দীগ্রামের মাটিতে ঘরের লোক-বহিরাগত বিতর্ক। উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন! শীত, গ্রীষ্ণ, বর্ষা, আমিই থাকব। নন্দীগ্রামের প্রচারে ঘরের ছেলে ইমেজ তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তুই তো কাঁথির ছেলে। নন্দীগ্রামের ভূমিপুত্র কী করে হলি? পাল্টা প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WB Election 2021: পতাকা লাগানো নিয়ে বিবাদ, সিঙ্গুরে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ
পতাকা লাগানো নিয়ে বিবাদ। হুগলির সিঙ্গুরে দুই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এদিকে, গণ্ডগোলের ঘটনায় দু’পক্ষের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
WB Election 2021: বালিগঞ্জের বিজেপি প্রার্থীর উপরে ‘হামলা'-র অভিযোগে বিক্ষোভ
বালিগঞ্জের বিজেপি প্রার্থীর উপরে ‘হামলা’। প্রার্থীর উপরে হামলার অভিযোগে বিক্ষোভ। পার্ক স্ট্রিট থানার সামনে বিজেপির বিক্ষোভ। মল্লিকবাজারের কাছে বিজেপি প্রার্থীর উপরে ‘হামলা’। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।