WB Election 2021 LIVE Updates: পা ছাড়া কোনও বাহ্যিক আঘাত ছিল না মইদুলের, বাম-অভিযোগ উড়িয়ে দাবি পুলিশের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: বাম-বিক্ষোভে রণক্ষেত্র মৌলালি। তালতলা থানার এএসআইকে পুলিশকে বেধড়ক মার।
LIVE
Background
জনসভা থেকে রোড-শো, ভোটের আবহে মঙ্গলবার একাধিক কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের। পূর্ব বর্ধমানের কালনায় পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় ঘাটালের পরিবর্তন যাত্রায় অংশ নেবেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে রানাঘাটে।
এদিকে, এদিন নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে মা ক্যান্টিনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের নলহাটিতে জনসভা করবেন অনুব্রত মণ্ডল।
সন্ধ্যেয় শ্রীরামপুরে সরস্বতী পুজোর উদ্বোধনে থাকবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
চোখের আলো প্রকল্প নিয়ে রাজ্যকে আক্রমণ বিজেপির
আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী নিয়ে তরজার মধ্যেই এবার চোখের আলো প্রকল্পকে নিশানা বিজেপির। কেন্দ্রের প্রকল্পই বেনামে রাজ্যে সরকার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জয়প্রকাশ মজুমদার। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।
হাসপাতালে ভর্তির বিষয়টি তো দু’দিন ধরে জানতই না পরিবার, বললেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ সুজনের
যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু, কীভাবে মৃত্যু জানা যাবে ময়নাতদন্তের পর। হাসপাতালে ভর্তির বিষয়টি তো দু’দিন ধরে জানতই না পরিবার, জানানো হয়নি পুলিশকেও। পরিবার চাইলে বাড়ির একজনকে চাকরি দেওয়া হবে। জানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা কটাক্ষ সুজন চক্রবর্তীর।
ডালখোলায় সিপিএমের এক শাখা সম্পাদকের রক্তাক্ত দেহ উদ্ধার
উত্তর দিনাজপুরের ডালখোলায় সিপিএমের এক শাখা সম্পাদকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হল পরিস্থিতি। গতকাল রাত থেকে ওই নেতার খোঁজ মিলছিল না। আজ সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে উদ্ধার হয় মৃতদেহ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে সিপিএম। সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কান্দিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি
কান্দিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি। হাসপাতালে ভর্তি। কর্মী সম্মেলন সেরে ফেরার পথে বেলদায় তৃণমূল নেতার উপরে হামলা। অভিযোগ অস্বীকার বিজেপির।
মইদুলের পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ
বাম নেতার মৃত্যুতে পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত, জানাল পুলিশ। হারানো ভোট ফেরাতে পরিকল্পনামাফিক সংঘর্ষ, পাল্টা সুব্রত।