Mamata Banerjee Rally Live: 'বহিরাগত নিয়ে আসবে বিজেপি, নন্দীগ্রামে কাল একই জিনিস করেছে ', বললেন মমতা
আজই উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলা ১২টায় কোচবিহারের দিনহাটায় সভার পর এরপর বেলা ১২টা ৪০ নাগাদ নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি। দুপুর দেড়টায় আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূলনেত্রীর।
LIVE
Background
উত্তরবঙ্গের দিনহাটার সভায় ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনই নন্দীগ্রাম থেকে উত্তরবঙ্গে এসেছেন তিনি।
আজই উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলা ১২টায় কোচবিহারের দিনহাটায় সভার পর এরপর বেলা ১২টা ৪০ নাগাদ নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি। দুপুর দেড়টায় আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূলনেত্রীর।
Mamata Banerjee Rally live:'আমি আপনাদের ঘরের মেয়ে'
আমি আপনাদের ঘরের মেয়ে, বিজেপি মতো কালকেউটে নয়, বললেন মমতা
Mamata Banerjee Rally: ‘আমাদের চাপে সিএএ করতে পারেনি বিজেপি’
মমতা বলেছেন, ‘আমাদের চাপে সিএএ করতে পারেনি বিজেপি’
Mamata Banerjee Rally live: ‘বিজেপি এখন টাকার থলি নিয়ে বেরিয়েছে'
মমতা বলেছেন, ‘বিজেপি এখন টাকার থলি নিয়ে বেরিয়েছে। এখন ১০০০ হোটেল ভাড়া নিয়েছে। কত প্লেন, হেলিকপ্টার ভাড়া নিয়েছে কেউ জানে না। বিজেপি বহিরাগতদের নিয়ে ভোট করাতে আসবে। অসমে ভোট মিটলেই সেখান থেকে বহিরাগত নিয়ে আসবে। নন্দীগ্রামে কালও একই জিনিস করেছে। এজন্যই বুথে বসেছিলাম। দেখলাম সবাই বহিরাগত’।
Mamata Banerjee Rally live: 'স্বাস্থ্যসাথী প্রকল্প সবার জন্য'
মমতা বলেছেন, ‘কেন্দ্রের আয়ুষ্মান রাজ্যের মাত্র ১ কোটি মানুষ উপকৃত হবে। কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্প সবার জন্য।’
Mamata Banerjee Rally: 'লোকসভায় জিতেও উত্তরবঙ্গে কোনও কাজ করেনি বিজেপি'
ফালাকাটার সভায় মমতা বলেছেন, লোকসভায় উত্তরবঙ্গে তো অনেক আসন জিতেছিল বিজেপি। কিন্তু কোনও কাজ করেনি। আর তৃণমূল আসন পায়নি। কিন্তু কোনও কাজ ছাড়েনি।