WB Election 2021 Phase 5 Voting: শনিবার পঞ্চম দফায় কোন জেলার কোন কোন আসনে ভোট, উল্লেখযোগ্য প্রার্থী
রাজ্য বিধানসভার পঞ্চম দফার নির্বাচনে রাজ্যের ৪৫ কেন্দ্রে ভোট গ্রহণ শনিবার। ৬ জেলায় মোট ৪৫টি আসনে হবে ভোট গ্রহন হবে। উত্তর ২৪ পরগনা জেলার ১৬টি আসন, নদিয়া জেলার ৮টি আসন, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসন,দার্জিলিং জেলার সব আসন, কালিম্পং জেলার ১টি আসন জলপাইগুড়ি জেলার সব আসনে হবে ভোট গ্রহন।
কলকাতা: রাজ্য বিধানসভার পঞ্চম দফার নির্বাচনে রাজ্যের ৪৫ কেন্দ্রে ভোট গ্রহণ শনিবার। ৬ জেলায় মোট ৪৫টি আসনে হবে ভোট গ্রহন হবে। উত্তর ২৪ পরগনা জেলার ১৬টি আসন, নদিয়া জেলার ৮টি আসন, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসন,দার্জিলিং জেলার সব আসন, কালিম্পং জেলার ১টি আসন জলপাইগুড়ি জেলার সব আসনে হবে ভোট গ্রহন।
দেখে নেওয়া যাক জেলাওয়াড়ি কোন আসনে পঞ্চম দফায় ভোটগ্রহণ।
উত্তর ২৪ পরগনা
পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ , সন্দেশখালি , বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ ,
দার্জিলিং
দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া
কালিম্পং
কালিম্পং
জলপাইগুড়ি
ধূপগুড়ি, ময়নাগুড়ি , জলপাইগুড়ি , রাজগঞ্জ , ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল , নাগরাকাটা
নদিয়া
শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ , রানাঘাট উত্তর-পূর্ব , রানাঘাট দক্ষিণ , চাকদহ, কল্যাণী , হরিণঘাটা
পূর্ব বর্ধমান
খণ্ডঘোষ , বর্ধমান দক্ষিণ, রায়না , জামালপুর , মন্তেশ্বর, কালনা , মেমারি, বর্ধমান উত্তর ।
এই পর্বে বেশ কয়েকজন হেভিওয়েটের ভাগ্য নির্ধারন
এই পর্বের ভোটে উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মদন মিত্র,ব্রাত্য বসু, চিরঞ্জিত চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, রাহুল সিনহা, গৌতম দেব, অদিতি মুন্সি, শমীক ভট্টচার্য,সব্যসাচী চক্রবর্তী, পার্নো মিত্র, তাপস রায়, রাজু বন্দ্যোপাধ্যায়,সায়নদীপ মিত্র, অশোক ভট্টাচার্য , সুজিত বসু প্রমুখ।
উল্লেখ্য, এবার রাজ্যে নজিরবিহীন আট দফায় নির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নবান্ন দখলের নিরিখে পঞ্চম দফার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে মৃত্যুর ঘটার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পঞ্চম দফার ভোটের প্রচার ৪৮ ঘণ্টার পরিবর্তে ৭২ ঘণ্টা আগে শেষ করার নির্দেশ দেয়। সেই মতো গতকালই পঞ্চম দফার ভোটের জন্য প্রচার শেষ হয়েছে।
এই পর্বে যে আসনগুলিতে ভোট হচ্ছে, সেগুলিতে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলাফলে আসন সংখ্যার নিরিখে সমানে সমানে টক্কর তৃণমূল ও বিজেপির। লোকসভা ভোটের ফল অনুযায়ী, তৃণমূল ২৩ ও বিজেপি ২২ আসনে এগিয়ে ছিল।