এক্সপ্লোর
Advertisement
নজিরবিহীন দৃশ্য! চার্টার্ড ফ্লাইটে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান রাজীব, বৈশালী, রথীন, প্রবীর, রুদ্রনীলের
বাংলার রাজনীতিতে নজিরবিহীন দৃশ্য!দলবদল করতে চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি উড়ে যাচ্ছেন নেতা-নেত্রীরা!রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীদের দিল্লিযাত্রার প্রেক্ষাপটে এমনই নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকলেন বঙ্গবাসী।
নয়াদিল্লি ও কলকাতা: বাংলার রাজনীতিতে নজিরবিহীন দৃশ্য!দলবদল করতে চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি উড়ে যাচ্ছেন নেতা-নেত্রীরা!রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীদের দিল্লিযাত্রার প্রেক্ষাপটে এমনই নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকলেন বঙ্গবাসী।
রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালদের নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই! তবে শুক্রবারই পরিষ্কার হয়ে যায় বিজেপিতে যোগদানের কথা!
সেইমতো প্রস্তুত হয় যোগদান মেলার মঞ্চও!
ঠিক ছিল, হাওড়ার ডুমুরজলার মাঠে বিজেপির যোগদান মেলায় অমিত শাহর হাত ধরেই দলবদল হবে। কিন্তু শুক্রবার দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের জেরে সফর বাতিল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্রের খবর, শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের দাবি, অমিত শাহ, রাজীবকে বলেন, চার্টার্ড বিমানের ব্যবস্থা করছেন। তাতে করে যেন রাজীব দিল্লি যান।
বিমানবন্দরে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, তাঁকে বলি আমিএকা নই, আরও গুরুত্বপূর্ণ নেতারা আছেন। উনি বললেন সবাইকে নিয়ে এসো। কাল ডুমুরজলায় থাকব, অমিত শাহ ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন।
মন্ত্রিত্ব ও বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে। শুক্রবার রাতেই তাঁর সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি সূত্রের দাবি, শনিবারই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিল্লি নিয়ে গিয়ে দলে যোগদানের বিষয়টি চূড়ান্ত করে ফেলে বিজেপি।
আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় পেট্রোলিয়ামন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারই প্রস্তুতি দেখতে এই চাটার্ড ফ্লাইটে কলকাতায় আসেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিজেপি সূত্রের দাবি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের দিল্লিযাত্রার পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেন কৈলাস বিজয়বর্গীয়। ঠিক হয়, ধর্মেন্দ্র প্রধানের আনা চার্টার্ড ফ্লাইটে করেই দিল্লি যাবেন রাজীবরা।
ক্রমশ জানা যায়, তৃণমূল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল এবং রানাঘাটের সদ্য অপসারিত পুর-প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়কে শনিবারই দিল্লিতে বিজেপিতে যোগদান করানো হবে। একে একে তাঁরাও চলে আসেন বিমানবন্দরে।
নাটকীয়ভাবে এই তালিকায় যুক্ত হয় আরও একটি নাম। অভিনেতা রুদ্রনীল ঘোষ। সূত্রের খবর, এদিনই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলেন কৈলাস বিজয়বর্গীয়।
রাজীব-সহ তৃণমূলের ৪ জনপ্রতিনিধির দলত্যাগের জেরে কিছুটা হলেও বেকায়দায় তৃণমূল।
সব মিলিয়ে দলবদল ঘিরে শনিবার রাজ্য রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হল, তা কার্যত হার মানিয়ে দেবে ময়দানে দুই প্রধানের দলবদলের নাটকীয়তাকেও।
দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়-বৈশালী ডালমিয়া-রুদ্রনীল ঘোষ-প্রবীর ঘোষাল-রথীন চক্রবর্তীরা। নিজের ট্যুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করে অমিত শাহ লিখেছেন, ‘আমি নিশ্চিত, আমাদের দলে তাঁরা যোগ দেওয়ায় সোনার বাংলা গড়তে বিজেপির লড়াই আরও দৃঢ় হবে।
অমিতের সঙ্গে দেখা করে রাতেই কলকাতায় ফিরছেন রাজীবরা। কাল থাকবেন ডুমুরজলায় বিজেপির যোগদান মঞ্চে। কে গেল, তাতে কিছু যায় আসে না, খোঁচা তৃণমূলের
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement