WB Election 2021:অমিত শাহর সফরের দিন ভারতমাতার মূর্তি গড়লেন গঙ্গাসাগরের বালু শিল্পী
সকাল থেকে চরম ব্যস্ত গঙ্গাসাগরের ‘সুদর্শন পট্টনায়েক’ ।পুরীর সুদর্শন পট্টনায়েক যেরকম ভাবে সমুদ্রের তটে ফুটিয়ে তোলেন বালির ভাস্কর্য। তেমনি গঙ্গাসাগরের তটে বালির ভাস্কর্য ফুটিয়ে তোলেন এখানকারই ছেলে দেবতোষ দাস। এদিন দেবতোষ তৈরি করছিলেন ভারতমাতার মূর্তি ।
অর্ণব মুখোপাধ্যায়, গঙ্গাসাগর: সকাল থেকে চরম ব্যস্ত গঙ্গাসাগরের ‘সুদর্শন পট্টনায়েক’ ।পুরীর সুদর্শন পট্টনায়েক যেরকম ভাবে সমুদ্রের তটে ফুটিয়ে তোলেন বালির ভাস্কর্য। তেমনি গঙ্গাসাগরের তটে বালির ভাস্কর্য ফুটিয়ে তোলেন এখানকারই ছেলে দেবতোষ দাস। এদিন দেবতোষ তৈরি করছিলেন ভারতমাতার মূর্তি ।গঙ্গাসাগরে অমিত শাহর সফর। তিনি সাগর দর্শনের পাশাপাশি পুজোও দেন কপিলমুনির আশ্রমে।সাগর তট থেকে কপিল মুনির আশ্রম এ যাওয়ার পথেই তাই রাস্তার একধারে এই বালু শিল্পী তৈরি করছিলেন ভারতমাতার মূর্তি যার নিচে লেখা রয়েছে ওয়েলকাম অমিত শাহ হোম মিনিস্টার। ২০১৮ থেকে এই ধরনের কাজ করছেন এই বালু শিল্পী ।
ইউটিউবে সুদর্শন পট্টনায়ক এর ভিডিও দেখে শিখেছেন বালির মূর্তি তৈরির কাজ ।এখন বিভিন্ন দেবদেবীর মূর্তি বানান গঙ্গাসাগরের তীরে । বিভিন্ন সামাজিক বিষয়ে প্রতিবাদের ভাষায় ফুটিয়ে তোলেন এই শিল্পের মাধ্যমে। এর আগে ২০১৯- এর জানুয়ারিতে এই বালি দিয়েই তৈরি করেছিলেন ‘নো এনআরসি, নো সিএএ’- র মডেল।শিল্পীর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় এই মডেল দেখে খুশি হয়ে আর্থিক সাহায্য এবং সম্মান জ্ঞাপন ও করেছিলেন তাঁকে। অমিত শাহ এর সামনে অবশ্য সেসব নয়,বানিয়েছেন ভারত মাতার মূর্তি। বহু মানুষ প্রশংসা করলেও অমিত শাহের অবশ্য এতে চোখ পড়েছে কিনা জানা যায়নি।