WB Election 2021 Voting LIVE: ২৯ এপ্রিল শীতলকুচির ১২৬ নম্বর বুথে ফের ভোট
West Bengal Election 2021, Seventh Phase Voting Percentage LIVE Updates: ভোট সপ্তমীতে কলকাতা (৪), পশ্চিম বর্ধমান (৯), মুর্শিদাবাদ (৯), মালদা (৬) ও দক্ষিণ দিনাজপুর (৬) এই ৫ জেলার মোট ৩৪ আসনে ভোট।
LIVE
Background
কোভিড আবহে আজ রাজ্য বিধানসভার সপ্তম দফার নির্বাচনে পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ।
একঝলকে সপ্তম দফার ভোট-
ভোট সপ্তমীতে কলকাতা (৪), পশ্চিম বর্ধমান (৯), মুর্শিদাবাদ (৯), মালদা (৬) ও দক্ষিণ দিনাজপুর (৬) এই ৫ জেলার মোট ৩৪ আসনে ভোট।
ভোট হওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।
কলকাতা (৪)-
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ।
পশ্চিম বর্ধমান (৯)-
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
মুর্শিদাবাদ (৯)-
ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম।
মালদা (৬)-
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া।
দক্ষিণ দিনাজপুর (৬)-
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।
WB Election Voting LIVE: ২৯ এপ্রিল শীতলকুচির ১২৬ নম্বর বুথে ফের ভোট
২৯ এপ্রিল শীতলকুচির ১২৬ নম্বর বুথে ফের ভোট। ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে বাহিনীর গুলি চলে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু, বন্ধ হয়ে যায় ভোট।
গত ১০ এপ্রিল, চতুর্থ দফার ভোটে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। জোড়া পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে সকালে গুলি চলে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয় ৪ জন। বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ।
WB Election Voting LIVE: কই বুথে যুযুধান দুই পক্ষ শোভনদেব চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ
ভবানীপুরে একই সময়ে একই বুথে যুযুধান দুই পক্ষ শোভনদেব চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। অন্যদিকে ১৫৯ নম্বর দীর্ঘক্ষণ বুথের ভিতরে থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থী রুদ্রনীলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রুদ্রনীল।
WB Election Voting LIVE: আসানসোলে উত্তেজনা, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে বিক্ষোভ
সপ্তমদফা ভোটের শেষলগ্নে আসানসোলে উত্তেজনা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট দিতে না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।
WB Election Voting LIVE: বালুরঘাটে ভোটারদের মারধরের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে
বালুরঘাটের ৪৬ নম্বর বুথে উত্তেজনা। ভোটারদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ। ঘটনাস্থলে আসে পুলিশ। বুথের সামনে মোতায়েন প্রচুর বাহিনী।
WB Election Voting LIVE: ভোটের শেষলগ্নে উত্তপ্ত মালদার মালতিপুর
ভোটের শেষলগ্নে উত্তপ্ত মালদার মালতিপুর। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার শাসক দলের। অন্যদিকে, তৃণমূলের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকদের।