Suvendu Adhikari Nomination: স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে রোড শো, মনোনয়ন পেশ শুভেন্দুর
নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দেন তিনি। এরপর জানকীনাথ মন্দিরেও পুজো দেন।
পূর্ব মেদিনীপুর: আজ নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে সবথেকে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। ওই কেন্দ্রে এর আগেই মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশ করলেন শুভেন্দু।
মনোনয়ন পেশের আগে শুভেন্দু রোড শো করেন। এর আগে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন, ২ মে-র পর বাংলায় বিজেপির সরকার তৈরি হবে। তিনি বলেন, মহিলাদের জন্য টাকা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি। চাল পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন বাংলার মানুষ এই সুবিধা পাচ্ছেন না ?
প্রধান আরও বলেছেন, দিদি এখন বাংলার দিদি নন। দিদি এখন ভাইপোর পিসি হয়ে গেছেন।বাংলায় দুষ্কৃতীরাজ বন্ধ করতে হবে।তাঁর প্রশ্ন, ‘আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কেন পাচ্ছে না বাংলার মানুষ ? তাঁর দাবি, সোনার বাংলা তৈরি করবে বিজেপি।
রোড শো-র আগে শুভেন্দু বলেছেন, মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন। তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটিড কোম্পানিতে পরিণত হয়েছে।তৃণমূলে পিসি-ভাইপো ছাড়া কারও মর্যাদা নেই। তৃণমূলে বাকি সবাই ল্যাম্পপোস্ট।বাংলায় জ্বলন্ত সমস্যা অর্থনৈতিক সমস্য। বাম আমলের সময়ের ঋণের বোঝা আরও বেড়েছে তৃণমূলের আমলে। বাংলায় ২ কোটি বেকার, কর্মসংস্থান কই ? বাংলায় ২ লক্ষ সরকারি শূন্যপদ অবলুপ্ত।শুধু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হচ্ছে। বাংলায় কৃষকদের অবস্থা ভয়াবহ।কিষাণ নিধি প্রকল্প বাংলায় চালু করতে দেননি মুখ্যমন্ত্রী।
এরপর রোড শো করে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পেশ করেন শুভেন্দু।
এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দেন শুভেন্দু । এরপর জানকীনাথ মন্দিরেও পুজো দেন। তারপর বেলা সাড়ে ১১টা নাগাদ হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধান।