এক্সপ্লোর

WB Election 2021 Voting: কোথাও তৃণমূল এজেন্ট 'নিখোঁজ', কোথাও বিজেপির বুথ এজেন্টকে 'আগ্নেয়াস্ত্র,' উত্তপ্ত জগদ্দল

সকাল থেকেই উত্তর ২৪ পরগনার বিভিন্ন দিক থেকে ধেয়ে আসছে একের পর এক অশান্তির ঘটনা

উত্তর ২৪ পরগনা: জগদ্দলের মেঘনা জুটমিল মজদুর ক্লাব বুথে তৃণমূলের ৭ জন এজেন্ট নিখোঁজ বলে দাবি। তৃণমূল প্রার্থীর অভিযোগ, নেপথ্যে বিজেপির হাত রয়েছে। ওই এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

অন্যদিকে, জগদ্দল বিধানসভার ক্ষুদিরাম কলাবাগান এলাকার ৭০-এ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট বিজয় রায়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি বিজেপি পোলিং এজেন্টের। ঘটনাস্থলে যাচ্ছেন জগদ্দলের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোটগ্রহণ। আর সকাল থেকেই জেলার বিভিন্ন দিক থেকে ধেয়ে আসছে একের পর এক অশান্তির ঘটনা।

বাদুড়িয়া থেকে শুরু করে অশোকনগর, নৈহাটি, গাইঘাটা, বাগদা, জগদ্দল, হাবড়া, ব্যারাকপুর, বীজপুর, বনগাঁ উত্তর, খড়দা, দমদম উত্তর ও আমডাঙা-- সর্বত্র অশান্তি হয়েছে। 

বাদুড়িয়ায় কংগ্রেসের এজেন্টকে বুথে বসতে বাধা, তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

অশোকনগরের ট্যাংরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বুথের সামনে বোমাবাজি। ভোট কর্মীদের বাস ভাঙচুর। তৃণমূল প্রার্থীর দাবি, সিআরপিএফ গুলি চালায়। তৃণমূলের দুই কর্মী গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। 

নৈহাটি বিধানসভার হাজিবাজার এলাকায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নাম লেখা মাস্ক পরে বুথের মধ্যে বসে তৃণমূলের এজেন্ট। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয় বিজেপি। পরে কেন্দ্রীয় বাহিনী ওই বুথে ঢুকলে মাস্ক খুলে ফেলেন তৃণমূলের এজেন্ট।

গোবরডাঙা কলেজে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ওই বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। অভিযোগ গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের। মিথ্যা অভিযোগ করছেন সুব্রত ঠাকুর, দাবি তৃণমূলের।

বাগদায় বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর। রাজ্য পুলিশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ বিজেপির। 

ভোটের মধ্যেই হাবড়ায় রহস্যমৃত্যু। সকালে জমিদারগেট এলাকায় ডোবার মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। মাথার পিছনে আঘাতের চিহ্ন। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। সকালে ঘটনাস্থলে যান হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিন্হা। ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন। 

ব্যারাকপুরের শাঁখারিপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল ক্যাম্প অফিস থেকেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। 

গতকালের শীলভদ্র দত্তের বাড়িতে বোমাবাজির ঘটনা আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে রহড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বন্দিপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ প্রসেনজিৎ সাহা কে গ্রেফতার করা হয়েছে। 

ব্যারাকপুরের লালকুঠি এলাকায় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান বিজেপি কর্মীদের। এনিয়ে এলাকায় উত্তেজনা। বহিরাগতদের নিয়ে এসে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছেন রাজ চক্রবর্তী, দাবি বিজেপির। তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ব্যারাকপুরের ১৮ নম্বর বুথে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। এনিয়ে জওয়ানদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল প্রার্থী। পরে পরিচয়পত্র দেখিয়ে বুথে ঢোকেন রাজ চক্রবর্তী।

ব্যারাকপুরের নতুনপাড়ায় বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে এলাকায় যান বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা। তাঁর অভিযোগ, ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসের মদতেই হামলা চলে।অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

ব্যারাকপুর বিধানসভার জিসি রোডে দোকান খুলে রাখায় ব্যবসায়ীদের সতর্ক করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। দোকানের সামনে জমায়েত থেকে অশান্তি ছড়ালে সেই দায় দোকান মালিকের। এই বলে দোকান মালিকদের সতর্ক করে কেন্দ্রীয় বাহিনী।

বীজপুর বিধানসভার হালিশহরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর। বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর বয়স্ক মাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা এক তৃণমূল কর্মীকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদ করলে কেন্দ্রীয় বাহিনী বলে শীতলকুচি করে দেব, অভিযোগ তৃণমূলের
এলাকায় বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। 

ভোট শুরু হতে না হতেই বীজপুরে অশান্তি। সকালে বুথে এজেন্ট বসাতে যাওয়ায় কাঁচরাপাড়ায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলরকে মার, ফাটল মাথা। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বনগাঁ উত্তর বিধানসভায় দলীয় পতাকা দিয়ে ক্যাম্প অফিস সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটে বনগাঁ পুর এলাকার ১০৭ নম্বর বুথে। তৃণমূলের দাবি, মারধরে জখম তাদের এক কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকেও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। 

খড়দার কল্যাণনগরে বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা, রড-বাঁশ দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তর অভিযোগ, ক্যুইক রেসপন্স টিম নিষ্ক্রিয় থাকায় অশান্তি ছড়াচ্ছে। এনিয়ে কথা কাটাকাটিতে জড়ান বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ভোট শুরুর আগে খড়দার রুইয়ায় এক মহিলা-সহ বিজেপির দুই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালের ঘটনা। শাসক শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উত্তর দমদম বিধানসভার নিউ ব্যারাকপুরের ২০ এবং ২১ নম্বর বুথে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে বাধা, বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিজেপির অভিযোগ, বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন বাম প্রার্থী। বাঙালি সংস্কৃতি মেনে সকলকে নমস্কার করায় আপত্তি জানায় বিজেপি, প্রতিক্রিয়া বাম প্রার্থীর।

দমদম উত্তরের ফতুল্লাপুরে ৭০ ও ৭১ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের। খবর পেয়ে সেখানে গিয়ে এজেন্টকে বুথে বসান বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

দমদম উত্তরের পদ্মপুকুর এলাকায় বিজেপির ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। গতকাল রাতের ঘটনা। এনিয়ে উত্তেজনা ছড়ায়। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আমডাঙায় রংমহলে বুথের কিছুটা দূরে বোমা উদ্ধার। বুথ থেকে ২০০ মিটার দূরে উদ্ধার হয় ৩টি তাজা বোমা। বোমবাজির পরেই ওই এলাকায় আইএসএফ ক্যাম্প অফিসে ভাঙচুর চলে। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ।

আমডাঙা বিধানসভার উত্তর বোদাই এলাকায় আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুর। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। 

আমডাঙার বইচগাছি এলাকায় আইএসএফ প্রার্থী জামালউদ্দিনকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় ঢুকে প্ররোচনা দিচ্ছেন আইএসএফ প্রার্থী। 

ভোটের আগের রাতে আমডাঙায় বোমাবাজি। গতকাল মাঝরাতে সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর এলাকায় রাতভর বোমাবাজি হয়। প্রায় ১০-১২টি বোমা ফাটে। আইএসএফের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। অভিযোগ উড়িয়ে পাল্টা আইএসএফকেই দায়ী করেছেন আমডাঙার তৃণমূল প্রার্থী রফিকুল ইসলাম। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভার সবকটি কেন্দ্রই স্পর্শকাতর। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ ভোট করানো নির্বাচন কমিশনের পক্ষে বড় চ্যালেঞ্জ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

BCCI: হরমনপ্রীতদের বিশ্বজয়ের পরেই বড় সিদ্ধান্ত, দ্বিগুণেরও বেশি বাড়ছে মহিলাদের ক্রিকেটারদের বেতন?
হরমনপ্রীতদের বিশ্বজয়ের পরেই বড় সিদ্ধান্ত, দ্বিগুণেরও বেশি বাড়ছে মহিলাদের ক্রিকেটারদের বেতন?
Bangladesh Violence: 'ষড়যন্ত্র করে মারা হয়েছে', দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
'ষড়যন্ত্র করে মারা হয়েছে', দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
Shubman Gill: বিজয় হাজারেতে তো খেলবেনই, বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে এবার রঞ্জিতেও মাঠে নামবেন শুভমন গিল?
বিজয় হাজারেতে তো খেলবেনই, বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে এবার রঞ্জিতেও মাঠে নামবেন শুভমন গিল?
Car Loan Tips : গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এই ব্যাঙ্কগুলিতে গাড়ির ঋণে সর্বনিম্ন সুদ
গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এই ব্যাঙ্কগুলিতে গাড়ির ঋণে সর্বনিম্ন সুদ

ভিডিও

Diamond Harbour : এলাকা জুড়ে ছাইয়ের দাপট, দূষণে 'প্রাণ ওষ্ঠাগত' ডায়মন্ডহারবারের নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের
Jadavpur Sammilita Balika Vidyalaya : যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান
Murshidabad News: রায় ঘোষণার পরও আশঙ্কামুক্ত হতে পেরেছে হরগোবিন্দ দাসের পরিবার?এখন কী পরিস্থিতি ?
Sougata Roy: মোদি নিজে তাহেরপুরে মিটিং করেছে কিন্তু মতুয়ারা আবার বিজেপির থেকে সরে গিয়েছে: সৌগত
Suvendu Adhikari: 'এই রায়কে স্বাগত জানাতে পারছি না, উচ্চ আদালতে যাবে পরিবার', বললেন শুভেন্দু

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BCCI: হরমনপ্রীতদের বিশ্বজয়ের পরেই বড় সিদ্ধান্ত, দ্বিগুণেরও বেশি বাড়ছে মহিলাদের ক্রিকেটারদের বেতন?
হরমনপ্রীতদের বিশ্বজয়ের পরেই বড় সিদ্ধান্ত, দ্বিগুণেরও বেশি বাড়ছে মহিলাদের ক্রিকেটারদের বেতন?
Bangladesh Violence: 'ষড়যন্ত্র করে মারা হয়েছে', দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
'ষড়যন্ত্র করে মারা হয়েছে', দীপু দাসের মৃত্যুতে আর কী অভিযোগ তাঁর ভাই ঋত্বিকের?
Shubman Gill: বিজয় হাজারেতে তো খেলবেনই, বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে এবার রঞ্জিতেও মাঠে নামবেন শুভমন গিল?
বিজয় হাজারেতে তো খেলবেনই, বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে এবার রঞ্জিতেও মাঠে নামবেন শুভমন গিল?
Car Loan Tips : গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এই ব্যাঙ্কগুলিতে গাড়ির ঋণে সর্বনিম্ন সুদ
গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এই ব্যাঙ্কগুলিতে গাড়ির ঋণে সর্বনিম্ন সুদ
Aadhaar Card : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তার কিছু নেই, এই কাজগুলি করলেই ফিরে পাবেন 
আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তার কিছু নেই, এই কাজগুলি করলেই ফিরে পাবেন 
News Live Updates : আজ নতুন দল ঘোষণা হুমায়ুনের, কোন দিকে বঙ্গ রাজনীতি ?
আজ নতুন দল ঘোষণা হুমায়ুনের, কোন দিকে বঙ্গ রাজনীতি ?
Delhi Capitals: বদলে গেল নেতা, দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হলেন জেমাইমা, বদল হতে পারে পুরুষদের দলেও?
বদলে গেল নেতা, দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হলেন জেমাইমা, বদল হতে পারে পুরুষদের দলেও?
Multibagger Stocks :  ১ লাখ রাখলে পেতেন ১.২৩ কোটি, বিনিয়োগকারীরা পেয়েছেন ১২,২০০% রিটার্ন, স্টকের নাম জানেন ?  
১ লাখ রাখলে পেতেন ১.২৩ কোটি, বিনিয়োগকারীরা পেয়েছেন ১২,২০০% রিটার্ন, স্টকের নাম জানেন ?  
Embed widget