West Bengal Lok Sabha Election 2024 Phase 6 Voting Live Updates : রেমালের জের, শিয়ালদা দক্ষিণ শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বাতিল বেশকিছু লোকাল ট্রেন
WB Lok Sabha Election 2024 Phase 6 Voting Live : আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
LIVE
Background
কলকাতা : ঘূর্ণিঝড় রেমালের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বাতিল বেশকিছু লোকাল ট্রেন।
সপ্তম দফায় ১ হাজার ৯০০ বাহিনী ক্যুইক রেসপন্স টিম মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। ষষ্ঠ দফার ভোটগ্রহণ থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের।
শনিবার বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৮ শতাংশ। এর মধ্যে তমলুকে ভোটদানের হার ৮০ শতাংশ। কাঁথিতে ৭৬ শতাংশ, ঘাটালে ৭৯ শতাংশ, ঝাড়গ্রামে ভোটদানের হার ৮০ শতাংশ, মেদিনীপুরে ভোটদানের হার ৭৮ শতাংশ, পুরুলিয়ায় ভোটদানের হার ৭৪ শতাংশ, বাঁকুড়ায় ভোটদানের হার ৭৭ শতাংশ আর বিষ্ণুপুরে ভোট পড়েছে ৮১ শতাংশ।
ভোটগ্রহণ পর্ব শেষের আগেই বিজয় উৎসব শুরু হয়ে গেছে ঘাটালে। বুথের বাইরে দেবের গলায় ফুলের মালা পড়িয়ে ও সবুজ আবির মাখিয়ে উচ্ছ্বাস প্রকাশ স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের।
দুপুর ৩ পর্যন্ত পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট পড়ল ৭০ শতাংশ। এর মধ্যে তমলুকে ভোটদানের হার ৭২ শতাংশ। কাঁথিতে ভোটদানের হার ৭১ শতাংশ। ঘাটালে ভোটদানের হার ৭১ শতাংশ।ঝাড়গ্রামে ভোটদানের হার ৭২ শতাংশ। মেদিনীপুরে ভোটদানের হার ৬৮ শতাংশ। পুরুলিয়ায় ভোটদানের হার ৬৬ শতাংশ। বাঁকুড়ায় ভোটদানের হার ৬৭ শতাংশ ও বিষ্ণুপুরে ভোটদানের হার ৭৪ শতাংশ।
আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, ৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৬০০ টি। এর মধ্যে ২ হাজার ৬৭৮ টি বুথ স্পর্শকাতর। এই মুহূর্তে রাজ্যে মোট ১ হাজার ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এর মধ্যে ৯১৯ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে ষষ্ঠ দফার নির্বাচনে। কুইক রেসপন্স টিম থাকবে মোট ৮৯২ টি। ষষ্ঠ দফার নির্বাচনে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ২৯ হাজার ৪৬৮। বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। প্রস্তুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশ।
ষষ্ঠ দফায় ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল চতুর্থ দফায়। তবে তা পিছিয়ে ২৫ মে করা হয়। ষষ্ঠ দফায় ৩ হেভিওয়েট প্রার্থীর ওপর বিশেষ নজর থাকবে। উত্তর-পূর্ব দিল্লি আসনে সম্মুখ সমরে বিজেপির মনোজ তিওয়ারি ও কংগ্রেসের কানহাইয়া কুমার। অন্যদিকে, পুরী লোকসভা কেন্দ্র থেকে ভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির সম্বিত পাত্র।
WB Live Updates: ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানও
রেমালের জেরে বেশ কয়েক ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও।
WB Live Updates: ঘূর্ণিঝড় রেমালের কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানও
রেমালের জেরে বেশ কয়েক ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও।
Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: রক্ত ঝরল ষষ্ঠ দফার ভোটেও
রক্ত ঝরল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটেও। সংঘর্ষ, ছাপ্পা থেকে ভোটদানে বাধার অভিযোগ, বিক্ষিপ্ত অশান্তি হল সবকিছুই। আক্রান্ত হল বিজেপি প্রার্থী থেকে কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত এবিপি আনন্দও।
WB Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: হলদিয়ায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
শনিবার হলদিয়ায় যাওয়ার পর বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। যার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়।
Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: ভোট পর্বের শেষলগ্নে ফের উত্তপ্ত দক্ষিণ কাঁথি
ভোট পর্বের শেষলগ্নে এসে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কাঁথি। সেখানকার একটি বুথের বাইরে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।