West Bengal Live Update: কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা
West Bengal Live News Update: বাংলার সব খবরের আপডেট।
LIVE

Background
West Bengal Live News:ফের উত্তপ্ত ময়নার বাকচা
তমলুক লোকসভা আসনে বিজেপি জয়ী হওয়ার পরেই ফের উত্তপ্ত ময়নার বাকচা। ভরা বাজারে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে বাকচার চাবুকিয়া বাজারে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মী পঙ্কজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরুয়া শিবিরের আদি-নব্যের লড়াই, হামলা-যোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।
WB News Live Update:নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ
নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে জখম ৩ জন, দাবি পুলিশের। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি ১। বোমা বাঁধার সময় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দাবি তৃণমূলের। বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের নেপথ্যে তৃণমূল, পাল্টা বিজেপি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি বিজেপির। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।
West Bengal Live News:দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী
বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী। শনিবার বিকেল চারটেয় কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক । সংসদে দলের রণনীতি কী হবে? সেবিষয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
WB News Live Update: বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি পার্টি অফিস ভাঙচুর
বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি পার্টি অফিস ভাঙচুর। বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে পাত্রসায়রে বিজেপি পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, এভাবেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের।
West Bengal Live News: আজ ফলহারিণী কালীপুজো,আলোর মালায় সেজে উঠেছে গোটা দক্ষিণেশ্বর
আজ ফলহারিণী কালীপুজো। দক্ষিণেশ্বরে সন্ধে থেকেই চলছে অনুষ্ঠান। সন্ধেয় আরতির পর রাতে হবে বিশেষ পুজো। আলোর মালায় সেজে উঠেছে গোটা দক্ষিণেশ্বর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
