(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election Result 2024: প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের হেভিওয়েট প্রার্থীদের মধ্য়ে কে এগিয়ে, কে পিছিয়ে ?
Election Result 2024: রাজ্যে হেভিওয়েট প্রার্থীদের উপর নজর রয়েছে রাজ্যবাসীর। কিন্তু, এই হেভিওয়েটদের মধ্য়ে এখন অবধি কে কোথায় এগিয়ে বা পিছিয়ে ?
কলকাতা : জোরকদমে চলছে ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ডে একাধিক অপ্রত্যাশিত ফল সামনে এসেছে। আবার কোথাও কোথাও প্রত্যাশা মতোই এগিয়ে প্রার্থীরা। রাজ্যে হেভিওয়েট প্রার্থীদের উপর নজর রয়েছে রাজ্যবাসীর। কিন্তু, এই হেভিওয়েটদের মধ্য়ে এখন অবধি কে কোথায় এগিয়ে বা পিছিয়ে ?
হেভিওয়েটদের কে কোথায় এগিয়ে বা পিছিয়ে ?
বালুরঘাটে পিছিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। প্রথম রাউন্ডের শেষে ২৬ ভোটে এগিয়ে অধীর।
তমলুকে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মুর্শিদাবাদে পিছিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।
বীরভূমে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।
ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব।
যাদবপুরে সাড়ে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
উত্তর কলকাতায় এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।
কাঁথিতে পিছিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
শ্রীরামপুরে ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
বর্ধমান-দুর্গাপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ১৭০০-র বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
হুগলিতে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
কোচবিহারে পিছিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
রাজ্যের ৪২টি আসনের ফলাফলেই কার্যত ওঠা-নামা লেগে রয়েছে। বিজেপি এগিয়ে ৯টি আসনে, তৃণমূল এগিয়ে ৩১টি আসনে, বামেরা কোনও আসনেই এগিয়ে নেই। কংগ্রেস এগিয়ে ১টি আসনে।
হেভিওয়েট প্রার্থীরা ছাড়াও কে কোথাও এগিয়ে-
দার্জিলিংয়ে ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। জলপাইগুড়িতে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বোলপুরে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল। বসিরহাটে ২৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল। সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে তৃণমূল। দমদমে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়। দমদমে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের সৌগত রায়। দমদমে তৃতীয় স্থানে সিপিএমের সুজন চক্রবর্তী। বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বারাসাতে ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।