West Bengal Live News: গরম থেকে রেহাই, আগামী ৭ দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
West Bengal News Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
শুভেন্দুর (Suvendu Adhikari) পর হিরণ (Hiran)। এবার ঘাটালের বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়ি সহ ৩ জায়গায় পুলিশি হানা। গভীর রাতে খড়গপুর, কেশপুর, মেদিনীপুরের ৩ বিজেপি নেতার বাড়িতে তল্লাশি।
কোলাঘাটে (Kolaghat) শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। অস্ত্র-মাদক-টাকা রেখে ফাঁসানোর চক্রান্তের অভিযোগ। 'আমি মমতার অত্যাচারের শিকার', অভিযোগ শুভেন্দুর।
পাঁশকুড়ার (Panshkura) আস্তানায় পুলিশ। ফোন করেছিলেন অমিত শাহ (Amit Shah), জানালেন শুভেন্দু। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। কিছু না থাকলে এত রাগ কেন? কটাক্ষ তৃণমূলের।
সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Incident) পাঁচ মাস পরেও যাওয়ার শর্ত দিলেন মমতা (Mamata Banerjee)। 'হাজি নুরুল জিতলে যাব, রেখাকে কেউ চান না', বললেন মমতা।
শিলিগুড়িতে (Siliguri) রামকৃষ্ণ মিশনের জমি দখলে হামলা, ২দিন পরেও দুষকৃতীরা অধরা। থানায় এসে মূল অভিযুক্তের এফআইআর, তাও খোঁজ পেল না পুলিশ!
এবার সিএএ নিয়ে মোদির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কাকলির। '১৫ লক্ষ টাকা দেয়নি, এখন সিএএ-তে নাগরিকত্ব দেওয়ার কথা বলেও দেবে না।',
ষষ্ঠ দফার ভোটের আগে ফের বঙ্গে অমিত শাহ। আজ কাঁথি, ঘাটাল-সহ ৪ জায়গায় সভা। আসছেন জেপি নাড্ডাও। কলকাতা উত্তর, দক্ষিণ ছাড়াও বারাসাতে জনসভা।
West Bengal Live News: রামকৃষ্ণ মিশনের উপরে হামলায় এফআইআরই প্রশ্নের মুখে!
রামকৃষ্ণ মিশনের উপরে হামলায় এফআইআরই প্রশ্নের মুখে। মূল অভিযুক্তের পাল্টা এফআইআরে স্বামী অক্ষয়ানন্দের নাম। '৮ বছর ধরে বাংলার বাইরে, তাও তাঁরই নামে এফআইআর? ৮ বছর ধরে প্রয়াগরাজ মিশনের দায়িত্বে স্বামী অক্ষয়ানন্দ। এলাকাতেই ছিলেন না, তাও কীভাবে তাঁর বিরুদ্ধেই এফআইআর?' শিলিগুড়িকাণ্ডে পুলিশের এফআইআর নিয়েই প্রশ্ন রামকৃষ্ণ মিশনের।
WB News Live Update: দুর্যোগ থেকে কপ্টার বিভ্রাট, নাড্ডার জোড়া সভা বাতিল
দুর্যোগ থেকে কপ্টার বিভ্রাট, নাড্ডার জোড়া সভা বাতিল। কপ্টারের যান্ত্রিক বিভ্রাট, হাবড়ায় জেপি নাড্ডার সভা বাতিল। বৃষ্টিতে বাতিল বিজেপির সর্বভারতীয় সভাপতির খিদিরপুরের সভা।
West Bengal Live News: কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা হালিমের হয়ে প্রচারে সীতারাম ইয়েচুরি
কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা হালিমের হয়ে প্রচারে সীতারাম ইয়েচুরি। তৃণমূল-বিজেপিকে জোর লড়াই দেওয়ার হুঙ্কার। ভোট শেষ না পর্যন্ত জোট নিযে মমতার অবস্থান বদলাবে বলে কটাক্ষ।
WB News Live Update: পূর্ব মেদিনীপুরে নাকা তল্লাশি, লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত
প্রচুর খামে ভাগ ভাগ করে রাখা ছিল সাড়ে ৭ লক্ষ টাকা। গাড়ি ভর্তি বিজেপির পতাকা, ফেস্টুন, একজন আটক, খবর পুলিশ সূত্রে। খামে করে কোথায়, কাদের কাছে কে টাকা পাঠাচ্ছিল? তদন্তে পুলিশ।
West Bengal Live News: পূর্ব মেদিনীপুরে নাকা তল্লাশি, লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত
পূর্ব মেদিনীপুরে নাকা তল্লাশি, লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত। ভোটের আগে হেঁড়িয়ায় পুলিশের তল্লাশি, খামে ভর্তি টাকা।