West Bengal Live News: দোলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর
WB News Live Updates: একদিকে দোলযাত্রা, অন্যদিকে ভোটের বাদ্যি। রাজ্যের সব খবরের লাইভ আপডেট।
LIVE
Background
Arjun Singh: দ্বিতীয় দফায় বাংলায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ গেরুয়া শিবিরের। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কলকাতা উত্তরে সুদীপের বিরুদ্ধে প্রার্থী তাপস। ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন।
Dilip Ghosh: দিলীপ-দেবশ্রীর কেন্দ্র বদল। মেদিনীপুরে জুনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। দিলীপকে নিয়ে যাওয়া হল বর্ধমান-দুর্গাপুরে। রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী।
Sandeshkhali BJP Candidate: সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করল বিজেপি। 'নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। সন্দেশখালি-বসিরহাটের মা-বোনেদের পাশে থাকব', বললেন রেখা পাত্র
Abhijit Gangopadhyay BJP Candidate: বিচারপতি পদে ইস্তফার পর বিজেপিতে, তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দমদমে শীলভদ্র, বর্ধমান পূর্বে অসীম। বারাসাতে স্বপন মজুমদার। মথুরাপুরে অশোক পুরকায়েত।
Jalpaiguri BJP Candidate: জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। দার্জিলিঙে বিজেপি প্রার্থী রাজু বিস্তা। আনন্দে নাচলেন নীরজ জিম্বা। পাল্টা নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি কার্শিয়ঙের বিজেপি বিধায়কের।
BJP Candidate List 2024: মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, রায়গঞ্জে কার্তিক, উলুবেড়িয়ায় অরুণোদয়, শ্রীরামপুরে কবীর শঙ্কর, আরামবাগে অরূপকান্তি দিগার। ঝাড়গ্রাম-বীরভূম-আসানসোল-ডায়মন্ড হারবারে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা বাকি। কটাক্ষ তৃণমূলের।
Diamond Harbour Candidate: দু'দফায় ৩৮ জন প্রার্থীর নাম, বাকি আরও ৪। 'ডায়মন্ড হারবারের রয়্যাল বেঙ্গল টাইগারের বিরুদ্ধে এখনও কাউকে রাজি করাতে পারল না বিজেপি!', কটাক্ষ শান্তনু সেনের।
Kangna Ranaut: হিমাচলের মান্ডিতে বিজেপি প্রার্থী কঙ্গনা। পর্দার রামও এবার ভোটযুদ্ধে, মীরাটে অরুণ গোভিল। বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী নবীন জিন্দল। বরুণ গাঁধী বাদ পড়লেও ফের প্রার্থী মানেকা।
Suvendu Adhikari: ভোটের আগে ফের তপ্ত রাজ্য। পিংলায় বিজেপি কর্মী খুনের অভিযোগ। ক্যানিং-সোনারপুরে আক্রান্ত বিজেপি। কমিশনে শুভেন্দু। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
Pingla News: পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ। দেবকে আক্রমণ করে সিবিআই দাবি হিরণের। মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল।
Sandeshskhali ED Raid: ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই। ২ অভিযুক্তকে নিয়ে চষে বেড়াল শেখ শাহজাহানের বাড়ি থেকে সরবেরিয়ার মার্কেট। গেল রাজবাড়ি আউটপোস্টেও।
Lok Sabha Polls 2024: অশান্ত হয়ে উঠল ভাঙড়
লোকসভা ভোটের দেওয়াল লেখাকে কেন্দ্র করে ফের একবার অশান্ত হয়ে উঠল ভাঙড়। অভিযোগ, একে অপরের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ান তৃণমূল ও ISF কর্মীরা। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
West Bengal Live News: দোলের মাঝেই মর্মান্তিক ঘটনা রাজ্যে
দোলের দিন পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর। ভরা কটালের সময় স্নান করতে নেমে দুর্ঘটনা। ৩ কিশোরকে উদ্ধার করতে তল্লাশি চালানো হচ্ছে।
West Bengal Live News:বসন্ত উৎসবে রায়গঞ্জে রাজনৈতিক সৌজন্যের ছবি
বসন্ত উৎসবে রায়গঞ্জে রাজনৈতিক সৌজন্যের ছবি। বসন্ত উৎসব কাছাকাছি নিয়ে এলো দুই যুযুধান প্রার্থীকে। পরস্পরকে আবির মাখালেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ।
Lok Sabha Polls 2024: কলকাতা দক্ষিণে তৃণমূলের মালা রায়ের বিরুদ্ধে বিজেপির দেবশ্রী চৌধুরী
দোলের দিনও সরগরম বঙ্গ রাজনীতি। রায়গঞ্জের মানুষের সঙ্গে কোনও জনসংযোগ ছিল না বলে, বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি। কটাক্ষ মালা রায়ের। উনি ওয়ার্ডের বাইরে কী কাজ করেছেন, চাইলে তার হিসেবও দিয়ে দেব, পাল্টা কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
West Bengal Live News: দোলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর
দোলের দিন পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর। ভরা কটালের সময় স্নান করতে নেমে দুর্ঘটনা। ৩ কিশোরকে উদ্ধার করতে তল্লাশি চালানো হচ্ছে।