Panchayat Election Live 2023: পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি, সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী
Panchayat Poll:কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।

Background
ভোটের (Panchayat Election 2023) আগে ফের অশান্ত বাসন্তী (Basanti)। ফুলমালঞ্চে গুলি করে তৃণমূলকর্মীকে (TMC) খুন। বাড়ি ফেরার সময় ঘিরে ধরে মাথা-পেটে গুলি। গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, দাবি স্থানীয়দের।
যুূব বনাম তৃণমূলের লড়াইয়ে রণক্ষেত্র বাসন্তীর (Basanti) কাঁঠালবেড়িয়া। ভাঙড়ে তৃণমূলকর্মীকে খুনের চেষ্টা। গীতালদহে আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি।
কোচবিহারের (Coochbehar) ঘটনার কথা জানতে পেরে উদবিগ্ন রাজ্যপাল। রাতেই রাজ্য নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন কে ফোন। আজ আহতদের দেখতে যাবেন হাসপাতালে।
ভোটে বেলাগাম সন্ত্রাস। তাও ভোটের দিন বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী (Central Force)। কমিশনের নোটিসে বিতর্ক। ভোটের দিনের জন্য আলাদা বিজ্ঞপ্তি। ব্যাখ্যা কমিশনের।
ক্যানিং, ভাঙড়ের পর হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল। অভিযোগ নিয়ে সাতসকালে আনন্দ বোসের দ্বারস্থ বাম-বিজেপি-কংগ্রেস। মহাঘোটের চেয়ারম্যান বলে কটাক্ষ তৃণমূলের।
কোচবিহার গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। গেলেন নিহত বিজেপি কর্মীর বাড়িতে। কথা বললেন নিহত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে।
রাজ্যপালের সফরের মধ্যেই ফের উত্তপ্ত দিনহাটা। কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আগুন। অভিযুক্ত শাসক দল। অস্বীকার তৃণমূলের।
সিপিএম-আইএসএফের যৌথ মিছিলের পর থেকে ফের উত্তপ্ত ভাঙড়। দেওয়াল লিখন ঘিরে বোমাবাজি। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ। উদ্ধার অস্ত্র। গ্রেফতার ২ আইএসএফ কর্মী।
পাণ্ডবেশ্বরে ২ বিজেপি প্রার্থীকে মার। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি। পুলিশের সঙ্গে বচসা অগ্নিমিত্রার। রহড়ায় বিজেপি নেতা-কর্মীদের হুমকির অভিযোগ।
Panchayat Election Live:আসানসোলে বিজেপির মিছিলে হকি স্টিক নিয়ে হামলার অভিযোগ
আসানসোলে বিজেপির মিছিলে হকি স্টিক নিয়ে হামলার অভিযোগ। তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল।
Panchayat Election: তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল, ফের কড়া বার্তা অভিষেকের
তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল, ফের কড়া বার্তা অভিষেকের





















