'Gadar 2': ১০ দৃশ্যে চলল কাঁচি, বদল ঘটল সংলাপে, 'U/A' ছাড়পত্র পেল সানি-আমিশার 'গদর ২'
'Gadar 2' Certificate: CBFC-এর নির্দেশে সমস্ত বদল ঘটানোর পর 'গদর ২'-কে U/A ছাড়পত্র দেওয়া হয়। সেই সার্টিফিকেশন অনুযায়ী, ছবিটি ১৭০ মিনিটের অর্থাৎ ২ ঘণ্টা ৫০ মিনিটের।
নয়াদিল্লি: ১১ অগাস্ট মুক্তি পাবে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Amisha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। সেন্সর বোর্ডের (Censor Board) তরফে এই ছবিকে 'U/A' ছাড়পত্র দেওয়া হয়েছে তবে কাঁচি চালানো হয়েছে ১০ দৃশ্যে। সূত্রের খবর, যে সকল দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে, সেই সকল দৃশ্যই বাদ দিতে বলা হয়েছে।
১০ দৃশ্যে কাঁচি চলল 'গদর ২'-এর
'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'-এর তরফে 'U/A' ছাড়পত্র পেল 'গদর ২'। সূত্রের খবর, ছবিতে দেখানো এক দাঙ্গার দৃশ্যে, লোকজনকে, 'হর হর মহাদেব' রব তুলতে শোনা যায়, সেটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া 'শিব তাণ্ডব' শব্দবন্ধ বদলানো হয়েছে। কিছু কটূ শব্দের বদল ঘটানো হয়েছে। এছাড়া 'ডিফেন্স মিনিস্টার'-এর পদ ঠিক করে 'রক্ষা মন্ত্রী' করা হয়েছে। 'তিরঙ্গা' শব্দের বদলে 'ঝান্ডা' ব্যবহার করা হয়েছে এবং সেই অনুযায়ী একটি সংলাপও বদলানো হয়েছে।
এখানেই শেষ নয়। 'বতা দে সখী' নামক ঠুমরি গানে বদল করে 'বতা দে পিয়া কাহাঁ বিতায়ি শাম' করা হয়েছে। 'দোনো এক হি তো হ্যায়। বাবা নানক নে ভি ইয়েহি কহাঁ হ্যায়' সংলাপ বদলে করা হয়েছে 'এক নুর তে সব জগ উপাজে। বাবা নানক নে ভি ইয়েহি কহাঁ হ্যায়' এবং সেই সঙ্গে পবিত্র কোরান ও ভগবৎ গীতার রেফারেন্স দেওয়া হয়েছে।
এছাড়া ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের যে প্রসঙ্গ দেখানো হয়েছে তার জন্য যথাযথ তথ্য, প্রমাণ ও স্ট্যাটিসটিক্স জমা দিতে বলা হয় নির্মাতাদের। ছবিতে ব্যবহৃত শ্লোক ও মন্ত্রের অনুবাদও জমা দিতে হয় নির্মাতাদের।
CBFC-এর নির্দেশে সমস্ত বদল ঘটানোর পর 'গদর ২'-কে U/A ছাড়পত্র দেওয়া হয়। সেই সার্টিফিকেশন অনুযায়ী, ছবিটি ১৭০ মিনিটের অর্থাৎ ২ ঘণ্টা ৫০ মিনিটের। সানি দেওল, আমিশা পটেল ও উৎকর্ষ শর্মা অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ অগাস্ট।
উল্লেখ্য, পরিচালক অনিল শর্মা এই 'পাওয়ার প্যাকড' ট্রেলারটির মাধ্যমে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তোলেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই শোনাবে এই ছবি। 'গদর ২'-এর ট্রেলারেই ঝলক মেলে দুর্দান্ত অ্যাকশন সিক্যোয়েন্সের।
আরও পড়ুন: 'OMG 2': নিতিন দেসাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 'OMG 2' ট্রেলার লঞ্চ স্থগিতের ঘোষণা অক্ষয় কুমারের
'গদর : এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য লাভ করেছিল। ২০০১ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি সেই সময়েই প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। অন্যদিকে, ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে হাজির হবে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত 'ওহ মাই গড ২' ছবিটিও। কোন দিকে পাল্লা ভারী তা অবশ্য বোঝা যাবে সেদিনই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন