Aamir Khan: ১৩-এ পা 'থ্রি ইডিয়টস'-এর, আমির ফিরছেন আইআইএম বেঙ্গালুরুতে!
13 Years of 3 Idiots: ২০০৯ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পায় তিন বন্ধুর গল্প। কলেজ জীবন, হস্টেল জীবন, পড়াশোনার চাপ, বাড়ির উচ্চাকাঙ্খা, বন্ধুদের সঙ্গে নির্ভেজাল আড্ডা, নিষ্পাপ প্রেমের সম্পর্ক।
নয়াদিল্লি: ব্লকবাস্টার 'থ্রি ইডিয়টস'-এর (3 Idiots) বছর ১৩ পরও সেই ছবিকে নিয়ে উত্তেজনা রয়েছে একই। এই ছবির বেশ বড় অংশের শ্যুটিং সারা হয়েছিল আইআইএম বেঙ্গালুরুতে (IIM Bangalore)। আর এই ছবির 'টিনএজ' উদযাপন করতে ফের সেই ক্যাম্পাসেই ফিরতে চলেছেন 'ফুনসুক ভাঙড়ু' ওরফে আমির খান (Aamir Khan)।
'থ্রি ইডিয়টস'-এর ১৩ বছর পূর্তি
'আইআইএম অ্যানুয়াল ইন্টারন্যাশনাল সাম্মিট ভিস্টা' থেকে ডাকা হয়েছে বলিউড তারকা আমির খানকে। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে 'চলচ্চিত্র এবং জীবনে ম্যানেজমেন্টের দিক' নিয়ে আলোচনা করবেন মিস্টার পারফেকশনিস্ট।
তবে শুধু আমিরই নন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন অদ্বৈত চন্দন, মোনা সিংহ, নাগা চৈতন্য প্রমুখরা।
আপাতত আমির খান তাঁর আগামী ছবি 'লাল সিং চড্ডা' নিয়ে প্রচারে ব্যস্ত। প্রসঙ্গত, এই ছবিতে আমিরের সঙ্গে রয়েছেন করিন কপূর খান (Kareena Kapoor Khan), মোনা সিংহ (Mona Singh) যাঁরা ১৩ বছর আগে মুক্তিপ্রাপ্ত 'থ্রি উডিয়টস'-এও অভিনয় করেছিলেন। আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।
২০০৯ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পায় তিন বন্ধুর গল্প। কলেজ জীবন, হস্টেল জীবন, পড়াশোনার চাপ, বাড়ির উচ্চাকাঙ্খা, বন্ধুদের সঙ্গে নির্ভেজাল আড্ডা, নিষ্পাপ প্রেমের সম্পর্ক। একাধিক বিষয়ের কারণে দর্শকের মনে গেঁছে যায় এই ছবি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ছবি বক্স অফিসে প্রায় ৪০০.৬১ কোটি টাকার ব্যবসা করে। ছবির গল্পের সঙ্গে ছবির গানগুলিও মন কাড়ে শ্রোতাদের।
আরও পড়ুন: প্রধান পৃষ্ঠপোষক সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে প্রথম অনুষ্ঠান 'কলকাতা ইউথ অনসম্বল'-এর
অন্যদিকে, আমিরের (Aamir Khan) 'লাল সিং চড্ডা' (Laal Singh Chaddha) বয়কট করার ট্রেন্ডিং ইস্যুর মাঝেই 'তেরে হাওয়ালে' গান মুক্তি পেয়েছে। জিয়াগঞ্জের নবাব এই গানে প্রাণ ঢেলেছেন। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ।