20 Years of Sathi: 'সাথী'র ২০ বছর পূর্তিতে স্বয়ং জিৎ জানালেন কী ছিল এই ছবির সাফল্যের 'ম্যাজিক'
Jeet on Sathi: 'সাথী'র ২০ বছর পূর্তির সঙ্গে সঙ্গে টলিউড সুপারস্টার জিৎও টলিউডে পূর্ণ করলেন নিজের কেরিয়ারের ২০ বছর। এই ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন।
কলকাতা: আজকের দিনেই ২০ বছর আগে মুক্তি পেয়েছিল বাংলা ছবি 'সাথী' (Sathi)। টলিউড ইন্ডাস্ট্রি পেল নতুন এক নায়ককে। সাদামাটা, ছাপোসা চরিত্রে বাংলা ছবির জগতে এল নতুন হিরো 'জিৎ' (Jeet)। আর প্রথম ছবিতেই তিনি নিজের জাত চিনিয়ে দিলেন। তিনি যে লম্বা রেসের ঘোড়া, দর্শকেরা তা টের পেলেন প্রথম ঝলকেই। 'সাথী'র ২০ বছর পূর্তির সঙ্গে সঙ্গে টলিউড সুপারস্টার জিৎও টলিউডে পূর্ণ করলেন নিজের কেরিয়ারের ২০ বছর (20 Years Of Sathi)। এই ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন। 'সাথী'র ২০ বছর পূর্তিতে তাই বিশেষ পোস্ট করে তিনি জানালেন কী ছিল এই ছবির সাফল্যের 'ম্যাজিক'।
'সাথী' ছবির সাফল্যের ম্যাজিক প্রসঙ্গে জিতের পোস্ট-
এদিন টলিউড সুপারস্টার জিৎ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখছেন, 'যদি তোমার বিশ্বাস যথেষ্ট মজবুত হয়, তাহলে ম্যাজিক হবেই। আমি আমার জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি অনেকবার হয়েছি। এর মধ্যে একটা ঘটেছিল ২০০২ সালের ১৪ জুন। আমার জীবনে সবসময় অত্যন্ত বিশেষ জায়গায় থাকবে 'সাথী'। যাঁরা এই আইকনিক ছবির সঙ্গে জড়িয়ে ছিলেন, তাঁদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ আমার একমাত্র পরিবার এবং বন্ধুদের, তাঁরা হলেন দর্শকেরা। 'ও বন্ধু তুমি শুনতে কি পাও' আপনারা বহুবার শুনেছেন। প্রতিটা শুক্রবার কেমন পারফর্ম করেছে, তার শক্তি কতটা ছিল, তা সকলে দেখেছেন। পরবর্তীকালে আমার অভিজ্ঞতা হয়েছে যে আমার অতিরিক্ত পরিবার কতটা বড় হয়েছে দিনে দিনে। আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আপনাদের অনেক অনেক বিনোদন দেওয়ার মনের জোর বেড়েছে। আবারও সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের একটানা ভালোবাসা এবং সমর্থনই আমাদের প্রেরণা যোগায়।'
আরও পড়ুন - Cyber Vaar Review: ওয়েব সিরিজ 'সাইবার ভার'-এ ফেলুদার গল্পের হেঁয়ালির ছায়া, কতটা দাগ কাটল দর্শক মনে?
জিৎ-এর পোস্টে অনুরাগীদের একরাশ শুভেচ্ছা-
টলিউড তারকা জিৎ-এর এই পোস্টে নিজেদের অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করেছেন নেট নাগরিকরা। তাঁদের কানে যে আজও বাজছে 'ও বন্ধু তুমি শুনতে কি পাও', তার প্রমাণ দিতে নেট নাগরিকরাও দীর্ঘ কমেন্ট করছেন। শুধু জিতের কেরিয়ারেরই নয়, বাংলা ছবির জগতেরও মাইলস্টোন হয়ে থাকবে 'সাথী'। সবথেকে বেশি ব্যবসা করা বাংলা ছবির তালিকায় অন্যতম এই ছবি। আজ থেকে ২০ বছর আগে যখন বাংলা ছবির ইন্ডাস্ট্রি নতুন মুখ খুঁজছে। তখন পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে দর্শক পেলেন জিৎকে। যিনি হারিয়ে যাননি। বরং, এখনও দাপটের সঙ্গে টলিউডে রাজত্ব করে চলেছেন। প্রসঙ্গত, 'সাথী' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন জিৎ এবং প্রিয়ঙ্কা ত্রিবেদী (Priyanka Trivedi)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক এবং আরও অনেকে।