Bollywood: প্রথার বাইরে গিয়ে ছক ভাঙা চরিত্রে যে ৫ বলিউড অভিনেতা নজর কেড়েছেন
Bollywood News: বলিউডের এমন পাঁচ অভিনেতা-অভিনেত্রীদের কথা জানা যাক যাঁরা হিন্দি ছবিতে বিভিন্ন ছক ভাঙা বিষয়কে নিয়ে আসতে সাহায্য করেছেন।
নয়াদিল্লি: সমাজে বিভিন্ন বিষয় এবং কম আলোচিত বিষয় নিয়ে শ্রোতাদের সংবেদনশীল করে বর্ণনাকে রূপ দেওয়ার জন্য সিনেমা একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তবে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Indian Film Industry) তৃতীয় লিঙ্গ, সমকামী ও অন্যান্যদের (LGBTQIA+ Community) নিয়ে তৈরি ছবির পরিমাণ খুব বেশি নয়। তবে এখন ভারতীয় চলচ্চিত্রের বিষয় অনেক উন্নত ও এগিয়েছে। সমস্ত ধরনের বিষয় নিয়ে ছবি তৈরি এখানে সাবলীল হয়েছে। LGBTQIA+ গোষ্ঠীর মানুষদের নিয়েও এখন ছবি তৈরি হয়, যা সমাজে সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে। বলিউডের এমন পাঁচ অভিনেতা-অভিনেত্রীদের কথা জানা যাক যাঁরা হিন্দি ছবিতে এই বিষয়টিকে নিয়ে আসতে সাহায্য করেছেন।
মাধুরী দীক্ষিত (মাজা মা)
হিন্দি ছবির ক্ষেত্রে মাধুরী দীক্ষিত নামটাই যথেষ্ট। তাঁর নাচ এখনও আট থেকে আশির মনে ঝড় তোলে। অভিনয় নিয়ে তো কোনও প্রশ্নই ওঠে না। প্রাইম ভিডিওয় সম্প্রতি মুক্তি প্রাপ্ত 'মাজা মা' ছবিতে মাধুরী দীক্ষিতের নয়া অবতার দর্শককে বেশ অবাক করেছে। ছবিতে তাঁর চরিত্রের নাম পল্লবী পটেল। এক মধ্যবয়স্কা মহিলা, যে একজন গৃহবধূ হিসেবে, এক মা হিসেবে নিজের দায়িত্ব পালন করে চলেন। সবশেষে পল্লবী নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন এবং তাঁর স্বতন্ত্র পরিচয় নিয়ে বাঁচতে শুরু করেন।
আয়ুষ্মান খুরানা (শুভ মঙ্গল জেয়াদা সাবধান)
তিনি বিখ্যাত প্রথা ভাঙতে। আয়ুষ্মান খুরানা প্রথম থেকে এযাবৎ যে'কটা ছবিতে অভিনয় করেছেন, সবেতেই তিনি চিরাচরিত প্রথা ভেঙে নতুন কিছু করেছেন। 'শুভ মঙ্গল জেয়াদা সাবধান' ছবিতে তাঁকে সমকামীর চরিত্রে দেখা যায়। সেখানেও নিজের ধারা বজায় রেখেছেন অভিনেতা। ছবির মূল মন্ত্র, 'ভালবাসা তো ভালবাসাই'।
সোনম কপূর (এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা)
বলিউডের ফ্যাশনিস্টা বলে খ্যাত অভিনেত্রী সোনম কপূর। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা' ছবিতে সোনমকে সমকামী নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। দর্শকদের বেশ চমকে দিয়েছিল তাঁর এই ছকভাঙা কাজ। ১৯১৯ সালের উপন্যাস 'এ ড্যামসেল ইন ডিসট্রেস' থেকে অনুপ্রাণিত এই ছবি আবর্তিত হয়েছিল স্যুইটি চরিত্রকে কেন্দ্র করে। তাঁর সামনে দুটো অপশন ছিল। এক তাঁর প্রেমিকা, যাঁকে গ্রহণ করা মানে সঙ্গে আসবে পরিবারের তরফে ক্ষোভ। অন্যদিকে, এক ছেলেকে বিয়ে করা, যা সুখী পরিবার তৈরির পথে তাঁকে এগিয়ে দিত। আবেগের ঘনঘটা এবং সেই সঙ্গে দুর্দান্ত সংলাপ, স্যুইটির গল্প নিশ্চিত আপনার মন গলাবে।
আরও পড়ুন: Movie Releasing This Week: চলতি সপ্তাহে দেশজুড়ে মুক্তি পাচ্ছে ৬১টি ছবি, রইল সম্পূর্ণ তালিকা
রাজকুমার রাও (বধাই দো)
বলিউডের অপর এক তারকা অভিনেতা, যিনি অন্য ধরনের সিনেমা করার জন্য খ্যাত, তিনি রাজকুমার রাও। 'বধাই দো' ছবিতে সমকামী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার। এই ছবির মূল বার্তা, নিজের থেকে কেউ কখনও পালিয়ে বাঁচতে পারে না। ফলে সবকিছুর সমাধান বের করে নিজের খুশি খুঁজে নিতে হয়।
বাণী কপূর (চণ্ডীগড় করে আশিকি)
বলিউডে বাণী কপূর তেমন বিশেষ সুযোগ পান না। তবে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত 'চণ্ডীগড় করে আশিকি' ছবিতে বাণী প্রমাণ করে দিয়েছেন যে বহুমুখী চরিত্রেও তিনি সমান সাবলীল। ছবিতে তিনি একজন রূপান্তরিত মহিলার চরিত্রে অভিনয় করেছেন। নাম মানবী ব্রার। এক পুরুষের শরীরে বন্দি নারী মন-আত্মার গল্প বলে এই ছবি। থেরাপি ও একাধিক অপারেশনের পর যিনি মহিলা হয়েছেন এবং অবশেষে নিজেকে মুক্ত বলে অনুভব করেন।
এই ধরনের ছবি শুধুমাত্র যে আলোচনার পথ প্রশস্ত করেছে তাইই নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও সাহায্য করেছে। যদি এখনও এই ছবিগুলি না দেখে থাকেন, তাহলে দেখে ফেলুন ও শুদ্ধ ভালবাসার উদযাপন করুন।